আদালতের নোটিশ গেল শাহরুখের ঠিকানায়, হতে পারে ১০১ কোটির জরিমানা
Updated By: Apr 29, 2016, 12:53 PM IST
ওয়েব ডেস্ক: শাহরুখ খানের প্রোডাকশন হাউসের ঠিকানায় পৌঁছে গিয়েছে দায়রা আদালতের নোটিশ। গ্যাংস্টার আব্দুল লতিফের ছেলের দাবি, 'রইস' সিনেমায় তাঁর বাবার চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ এবং এমন কিছু দৃশ্য ও সংলাপ ছবিতে রয়েছে যা তাঁর সম্মানহানি করেছে। এই অভিযোগের ভিত্তিতেই মানহানির নোটিশ পৌঁছয় শাহরুখ খানের প্রোডাকশন হাউসের ঠিকানায়।
রেড চিলিজ যা গৌরি খানের নামে, বকলমে যার মূল কর্ণধার কিং খানই এবং এক্সেল এণ্টারটেইমেন্ট যার কর্ণধার রাহুল ঢোলাকিয়া-এই দুই প্রোডাকশন হাউসকেই ১১ মে, ২০১৬ তারিখের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
শুধু এখানেই শেষ নয়, আব্দুল লতিফের ছেলে মুস্তাক আহমেদ 'রইস' রিলিজের ক্ষেত্রেও স্থগিতাদেশ জারি করার আর্জি জানিয়েছেন। এমনকি 'রইস' ছবির পোস্টার থেকে সমস্ত প্রচার সামগ্রীতেও নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছেন মুস্তাক আহমেদ।