'শরীর কাঁপছে থরথর করে', কুশলের শেষ কথা ভুলতে পারছেন না চেতন

কীভাবে চলে গেলেন তাঁর প্রিয় বন্ধু কুশল, মানতেই পারছেন না চেতন

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 28, 2019, 05:27 PM IST
'শরীর কাঁপছে থরথর করে', কুশলের শেষ কথা ভুলতে পারছেন না চেতন

নিজস্ব প্রতিবেদন: খ্রিস্টমাসের আগের দিন শেষবারের মতো ফোন করেছিলেন (Kushal Punjabi) কুশল পঞ্জাবি৷ জানিয়েছিলেন, কুশল ট্যান্ডনের খ্রিস্টমাস পার্টিতে হাজির হবেন৷ কুশল ট্যান্ডনের বাড়ির পার্টিতে হাজির হয়ে সেখানে অপূর্ব অগ্নিহোত্রী, শিল্পা সাকলানি এবং মিট ব্রোস-এর সঙ্গে পার্টিও করেন কুশল পঞ্জাবি৷ ২৫ ডিসেম্বর রাতের পর হঠাত করে কীভাবে কুশল আত্মহত্যা করতে পারেন, তা এখনও ভেবে পাচ্ছেন না বলে জানান অভিনেতা (Chetan Hansraj) চেতন হংসরাজ৷

আরও পড়ুন : কুশলের মতো হাসিখুশি মানুষ কীভাবে আত্মহত্যা করতে পারেন? মুখ খুলেন প্রাক্তন বান্ধবী
তিনি বলেন, 'কুশলের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করতে পারছি না৷ আমার শরীর যেন এখনও থরথর করে কাঁপছে৷ মৃত্যুর আগে ২৫ ডিসেম্বর শেষবারের মতো ফোন করে কুশল৷ ওই ফোন পাওয়ার পর কীভাবে কুশল আত্মহত্য়া করতে পারে, ভাবতেই পারছি না৷'

আরও পড়ুন  : অভিনেতা কুশল পঞ্জাবির শেষকৃত্যে চোখে জল নিয়েই হাজির টেলি তারকারা
এদিকে কুশল পঞ্জাবির মৃত্যুর পর কখনও চেতন হংসরাজ কখনও কুশল ট্যান্ডন আবার কখনও করণবীর বেহরা, টেলি জগতের একের পর এক তারকা মুখ খুলতে শুরু করেছেন৷ তবে কুশল পঞ্জাবির মৃতদেহের পাশ থেকে যে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, সেখানে কাউকে দোষারোপ করা হয়নি৷

.