কাজলের সিনেমা দেখতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়ে নাইশা

করিনার রেডিও শোয়ে হাজির হয়ে এমনই জানান কাজল 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 28, 2019, 04:40 PM IST
কাজলের সিনেমা দেখতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়ে নাইশা

নিজস্ব প্রতিবেদন: কাজলের সিনেমা দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে (Nysa) নাইশা৷ সিনেমা হলের মধ্যেই কাঁদতে শুরু করে নাইশা৷ করিনা কাপুর খানের রেডিও শোয়ে হাজির হয়ে সম্প্রতি এমনই জানান (Kajol) কাজল৷

আরও পড়ুন : অভিনেতা কুশল পঞ্জাবির শেষকৃত্যে চোখে জল নিয়েই হাজির টেলি তারকারা
তিনি বলেন, নাইশাকে নিয়ে তাঁর সিনেমা 'উই আর ফ্যামিলি' দেখতে গিয়েছিলেন কাজল৷ সিনেমা দেখতে গিয়ে আচমকাই কাঁদতে শুরু করে দেয় নাইশা৷ ওই সিনেমায় দেখানো হয়, ৩ সন্তানকে রেখে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান কাজল৷ রিলে মায়ের মৃত্যু দেখে সহ্য করতে পারেনি কাজল-কন্যা৷ ফলে সিনেমার মাঝেই কাঁদতে শুরু করে নাইশা৷ প্রসঙ্গত, উই আর ফ্যামিলিতে কাজল এবং (Arjun Rampal) অর্জুন রামপালের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন (Kareena Kapoor Khan) করিনাও৷

আরও পড়ুন : ভাঙচুর করে সম্পত্তি নষ্ট করবেন না, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন অক্ষয়
সম্প্রতি তানাজির প্রমোশনে ব্যস্ত কাজল৷ এই সিনেমায় অজয় দেবগণের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি৷ তানাজিতে কাজল এবং অজয় দেবগণের সঙ্গে অভিনয় করছেন (Saif Ali Khan) সইফ আলি খানও৷

 

.