সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল 'নগরকীর্তন', শুভেচ্ছা জানিয়ে টুইট প্রকাশ জাভড়েকরের
সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল তিনটি পুরস্কার জিতে নিল নগরকীর্তন ছবিটি।
নিজস্ব প্রতিবেদন: ৩৭৭ ধারাকে অবৈধ ঘোষণা করে সমকামী প্রেমকে স্বীকৃতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে সমাজ কি এখনও পুঁটি আর মধুর মতো প্রেমকে সম্মান দিতে পারে? প্রশ্নটা রয়েছেই...। পুঁটি ও মধুর সেই প্রেমের ছবিই 'নগরকীর্তন' ছবিতে এঁকেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর এই ছবি মন জয় করেছে সিনেমাপ্রেমীদের। জিতে নিয়েছে ৪টি জাতীয় পুরস্কার। এবার দেশের গণ্ডি পার করে বিদেশের মাটিতেও বিশেষ সম্মান পেল কৌশক গঙ্গোপাধ্যায়ের নগরকীর্তন। সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল (South Asian film festival of The South Asian Association for Regional Cooperation) তিনটি পুরস্কার জিতে নিল নগরকীর্তন ছবিটি।
সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির পুরস্কার জিতে নেওয়ার খবরে, টুইট করে টিম নগরকীর্তনকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সেই টুইট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন অভিনেতা হৃত্বিক চক্রবর্তী অর্থাৎ নগরকীর্তনের 'মধু'। সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋদ্ধি সেন এবং বেস্ট অরিজিনাল স্কোরের জন্য পুরস্কার পেয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-লড়াই শেষ, প্রয়াত সাতের দশকের অভিনেতা স্বরূপ দত্ত
প্রকাশ জাভড়েকরকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও।
I am honoured and touched Sir. Regards @PrakashJavdekar. https://t.co/4vI8ag0Msk
— Kaushik Ganguly (@KGunedited) July 16, 2019
তবে শুধু সার্ক ফিল্ম ফেস্টিভ্যালেই নয়, কলোম্বো ফিল্ম ফেস্টিভ্যালেও সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল নগরকীর্তন।