সেরা অভিনেতা হৃত্বিক, অভিনেত্রী তনুজা, পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায়, 'মহানায়ক সম্মান' দিলেন মমতা
যে সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের ৩৯তম মৃত্যু দিবস। মহানায়কের প্রয়াণ দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মত এবারও নজরুল মঞ্চে আয়োজিত দেওয়া হল বিশেষ অনুষ্ঠান। যেখানে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্য়ক্তিত্বদের হাতে তুলে দেওয়া হল মহানায়ক সম্মান। যে সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'মহানায়ক সম্মান- ২০১৯'এ সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া দেওয়া হল তনুজাকে। (ছবি :সোনার পাহাড়)
সেরা অভিনেতার সম্মান দেওয়া হল হৃত্বিক চক্রবর্তীকে। (ছবি :নগরকীর্তন, জ্যেষ্ঠপুত্র, ভিঞ্চি দা )
সেরা পরিচালকের সম্মান দেওয়া হল কৌশিক গঙ্গোপাধ্যায়কে (ছবি :নগরকীর্তন)
সেরা ছবির সম্মান দেওয়া হয়েছে 'এক যে ছিলো রাজা'-কে।
সেরা চিত্রনাট্যকারের সম্মান পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (ছবি :এক যে ছিলো রাজা)
সেরা প্রযোজনা সংস্থার সম্মান দেওয়া হয়েছে SVF ও অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্ট-কে।
সেরা উদীয়মান পরিচালকের সম্মান পেয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে (ছবি: দুর্গেশগড়ের গুপ্তধন)
সেরা সঙ্গীত পরিচালক প্রসেন (ছবি: শাহজাহান রিজেন্সি)
সেরা চিত্রগ্রাহক শুভঙ্কর ভড়
সেরা কস্টিউম ডিজাইনার গোবিন্দ মণ্ডল (ছবি :নগরকীর্তন)
সেরা শিশু শিল্পীর সম্মান দেওয়া হয়েছে যশজিৎ
সেরা রূপসজ্জার সম্মান দেওয়া হয়েছে রামচরণ রাজ্জাক
এছাড়াও মহানায়ক সম্মান দেওয়া হয়েছেন শতাব্দী রায়, দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়কে।