অটোবায়োগ্রাফি নিয়ে খুল্লাম খুল্লা আলোচনায় ঋষি কাপুর

Updated By: Jan 31, 2017, 05:02 PM IST
অটোবায়োগ্রাফি নিয়ে খুল্লাম খুল্লা আলোচনায় ঋষি কাপুর

কলকাতা লিটারেরি মিটের চতুর্থ দিনে নিজের অটোবায়োগ্রাফি নিয়ে খুল্লাম খুল্লা আলোচনায় ঋষি কাপুর। বই নিয়ে কম দর্শকদের অনুরোধে নিজের ফিল্মি কেরিয়ারের নানা অজানা তথ্য তাঁর মুখে।

তাঁর মতে সঠিক সময়ে তিনি ইন্ডাস্ট্রিতে আসেননি। যে সময় অ্যাকশন ছবির নায়করা দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। সে সময় রোমান্টিক নায়ক হিসাবে তাঁর আসা।তবে কামব্যাক করার যে কোন বয়সসীমা হয় না। তাঁর প্রমাণ কাপুর এন্ড সনস ছবিতে তাঁর অভিনয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার টানা মেকআপ নব্বই বছরের বৃদ্ধর চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কলকাতায় এসে তাঁর ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন ঋষি কাপুর। তারকাদের ছেলেমেয়েরাও তারকা হবে তাঁদের কোনরকম কসরত করতে হয়না অভিনয় জগতে আসার জন্য। এই চিন্তাভাবনা যে ভুল তা নিজের বইয়ের পাতায় তুলে ধরেছেন ঋষি কাপুর। পৃথ্বিরাজ কাপুর, রাজ কাপুরের জন্য যেমন ঋষি কাপুর ইন্ডাস্ট্রিতে টিকে নেই। তিনি ঋষি কাপুরের ছেলে বলেই যে রণবীর সুযোগ পাচ্ছেন এমনটা নয়। এই প্রসঙ্গে ছেলের প্রশংসা বাবার মুখে। সঞ্জয় দত্তর বায়োপিকের জন্য তিনমাস ধরে কীভাবে নিজেকে তৈরি করছেন জানালেন ঋষি কাপুর। ববি, মেরা নাম হ্যায় জোকার থেকে বিটফ্লপ ছবির নানা অজানা তথ্য এইভাবেই সবার সঙ্গে শেয়ার করলেন এই অভিনেতা।

.