কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারেও চাঁদের হাট, থাকছেন অমিতাভ, জয়া

শ্রাবন্তী সাহা

Updated By: Nov 1, 2019, 06:05 PM IST
কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারেও চাঁদের হাট, থাকছেন অমিতাভ, জয়া

শ্রাবন্তী সাহা

আগামী ৮ নভম্বর হতে চলছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চাঁদের হাট। উদ্বোধনের দিন উপস্থিত থাকছেন বিগ বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, রাখি গুলজার, গৌতম ঘোষ, অ্যান্ডি ম্যাকডোয়েল মাধবী মুখোপাধ্যায় সহ অন্যান্য তারকারা। উপস্থিত থাকার কথা রয়েছে শাহরুখ খানেরও। তবে তিনিও এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি বলেই জানা যাচ্ছে। আসছেন হলিউডের কিছু পরিচালকও।

এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম বর্ষ। আর এবছরই যেহেতু সত্যজিৎ রায় পরিচালিত ছবি 'গুপি গাইন বাঘা বাইন' ছবিটির ৫০তম বর্ষ পূর্তি, তাই উৎসবের সূচনা হবে এই ছবি দিয়েই। এই প্রথমবার থ্রিডিতে দেখানো হবে ছবিটি। এবিষয়ে এরাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, ১৪ নভেম্বর ছোটদের জন্য চলচ্চিত্র উৎসবে মোট ৪টি ছবি দেখানো হবে। এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি। উৎসবের স্বাক্ষর স্বর ( signature tune or Theme music) টি বানিয়েছেন বিক্রম ঘোষ। 

 

শুক্রবার শিশির মঞ্চে চলচ্চিত্র উৎসব নিয়ে হওয়া বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক। এদিন পরমব্রত চট্টোপাধ্যায় জানান, ফিল্মের পথ চলা শুরু শর্ট ফিল্ম থেকে। তাই তার গুরুত্ব ভুলে গেলে চলবে না। এবার চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোট  ৯২ টি শর্ট ফিল্ম ও ৫৭ টি ডকুমেন্টারি দেখানো হবে। এবারের চলচ্চিত্র উৎসবে মোট ৭৬টি দেশের ছবি দেখানো হবে। যাঁর মধ্যে থাকছেন আফগানিস্তান, সিরিয়া, গুয়াতেমালা, উরুগুয়ে সহ আরও বেশকিছু দেশের ছবি। থ্রিডি ছবিগুলি বিজলি ও প্রিয়া সিনেমা হলে দেখানো হবে। এছাড়া অন্যান্য ছবিগুলি দেখানো হবে নন্দন ১ ও ২, নবীনা, অজন্তা, অবনী, নজরুল তীর্থ, শিশির মঞ্চ, রবীন্দ্র সন্দন, আইনক্স সিটি সেন্টার সহ আরও বেশকিছু প্রেক্ষাগৃহে।

.