'কবে যে অভিনয় করতে শিখব', নিজের কাছে নিজের প্রশ্ন দেবের

দীপক অধিকারী। এই নামে তাঁকে চেনে, এমন মানুষ পশ্চিমবঙ্গে খুব কমই আছে। দীপক অধিকারীর পরিচিতি এখন দেব। রাজনীতি থেকে রাজ্য 'দেব বন্দনায়' একেবারে হৈ হৈ। ফিল্মস্টার থেকে রাজনীতি, তাও একেবারে সাংসদ। ঘাটাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে প্রার্থী হয়ে ফিল্মস্টার দেব এখন 'সাংসদ দেব'। নিজের কাজ তো আছেই, সঙ্গে এবার জনপ্রতিনিধি হয়ে জনতার কাজ। চাপ এতো যে, টেলিভিশন দেখাই হয় না দেবের। নিজেই সেকথা জানিয়েছেন ফিল্মসটার দেব। কিন্তু হঠাৎ যখন টেলিভিশনের পর্দায় চোখ পড়ল, তখন নিজেই নিজের অভিনয়ে বিস্মিত। এতদিন দেবের নিন্দুকেরা বলতেন, "দেব ভালো করে বাংলাটাও বলতে পারেন না", এখন দেব নিজেই বলেছেন, "কবে যে অ্যাক্টিং করতে শিখব"।

Updated By: Jun 14, 2016, 03:24 PM IST
'কবে যে অভিনয় করতে শিখব', নিজের কাছে নিজের প্রশ্ন দেবের

ওয়েব ডেস্ক: দীপক অধিকারী। এই নামে তাঁকে চেনে, এমন মানুষ পশ্চিমবঙ্গে খুব কমই আছে। দীপক অধিকারীর পরিচিতি এখন দেব। রাজনীতি থেকে রাজ্য 'দেব বন্দনায়' একেবারে হৈ হৈ। ফিল্মস্টার থেকে রাজনীতি, তাও একেবারে সাংসদ। ঘাটাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে প্রার্থী হয়ে ফিল্মস্টার দেব এখন 'সাংসদ দেব'। নিজের কাজ তো আছেই, সঙ্গে এবার জনপ্রতিনিধি হয়ে জনতার কাজ। চাপ এতো যে, টেলিভিশন দেখাই হয় না দেবের। নিজেই সেকথা জানিয়েছেন ফিল্মসটার দেব। কিন্তু হঠাৎ যখন টেলিভিশনের পর্দায় চোখ পড়ল, তখন নিজেই নিজের অভিনয়ে বিস্মিত। এতদিন দেবের নিন্দুকেরা বলতেন, "দেব ভালো করে বাংলাটাও বলতে পারেন না", এখন দেব নিজেই বলেছেন, "কবে যে অ্যাক্টিং করতে শিখব"।

.