KIFF 2024 Full Awards List: কলকাতা চলচ্চিত্র উৎসবে কে কী পেল? বুলগেরিয়ার বাজিমাত, নেটপ্যাকে বাংলার দাপট!

KIFF 2024 Full Awards List: ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব শেষ, দেখুন কার মুকুটে জুড়ল কোন পালক!  

Updated By: Dec 11, 2024, 08:52 PM IST
KIFF 2024 Full Awards List: কলকাতা চলচ্চিত্র উৎসবে কে কী পেল? বুলগেরিয়ার বাজিমাত, নেটপ্যাকে বাংলার দাপট!

সৌমিতা মুখোপাধ্যায় দেবস্মিতা দাস: ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2024) যবনিকা পড়ল বুধবার। প্রাক শীতের আমেজে এবারের মতো ফিল্মোৎসব শেষ। বাঙালির বছর শেষের, বায়োস্কোপ-যাপনের সঙ্গেই জুড়ে থাকে রেজাল্ট বেরনোর প্রতীক্ষাও।

সিনেপ্রেমী থেকে শুরু করে ছবির নির্মাতা হয়ে, ছবির সঙ্গে যুক্ত সকলেরই চোখ থাকে পুরস্কারের দিকে। কার হাতে উঠবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি, কার মুকুটে জুড়বে নেটপ্যাক (NETPAC) বা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস পুরস্কার (FIPRESCI)।

প্রতীক্ষার অবসান। ফলাফল চলে এল সামনে...

শুধু চোখ বুলিয়ে দেখে নিন কে করল বাজিমাত, বাংলা কোথায় দেখাল দাপট!

আরও পড়ুন: 'উই ওয়ান্ট জাস্টিস!' ফিল্মোত্‍সবে ফ্রান্সের পরিচালকের মুখে আরজি কর কাণ্ড...

আরও পড়ুন: 'ফোন করেছিলেন অঞ্জনদা', বাংলা ছবিতে ফিরছেন 'কান'-জয়ী অনসূয়া?

গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড (সেরা চলচ্চিত্র)- 'তারিকা' (বুলগেরিয়া) (৫১ লক্ষ টাকা ও সার্টিফিকেট)
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড (ডকুমেন্টারি)- 'ভবোতোষের করখানা' (৩ লাখ টাকা ও সার্টিফিকেট)
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড (সেরা শর্ট ফিল্ম)- 'গুলর কে ফুল' (হিন্দি)
বিশেষ জুরি পুরস্কারে ভূষিত মালয়ালম ছবি- মেলভিলাসম 
নেটপ্যাকে (NETPAC) পুরষ্কারে ভূষিত সেরা ছবি- 'পুতুলনামা' (বাংলা), পরিচালক- রণজিত্‍ রায়
বিশেষ জুরি- 'মোত্‍জার্ট' (বাংলা)

ভারতীয় ভাষার সেরা চলচ্চিত্র
জুরি মেনশন- নুক্কড় নাটক (হিন্দি),পরিচালক- তন্ময় শেখর
হীরালাল সেন স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক- আর্য চন্দ্র প্রকাশ (চলচ্চিত্র-আজুর, ভাষা-বাজিকা), পুরস্কারের অর্থ ৫ লাখ টাকা।
হীরালাল সেন স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র- লাচ্চি (ভাষা-কন্নড়) ১০ লাখ টাকা পুরস্কার।

 
চলচ্চিত্রে আন্তর্জাতিক বিভাগীয় উদ্ভাবনী

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস পুরস্কার (FIPRESCI) (চলচ্চিত্র)- তারিকা, বুলগেরিয়া
সেরা চলচ্চিত্র- ডেডম্যান সুইচ (মেক্সিকো)
সেরা পরিচালক- আনা এন্ডোরা (পানামা) ২১ লক্ষ টাকা

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.