'অন্তঃসত্ত্বা হওয়ার পর যৌন ইচ্ছা হারিয়ে গিয়েছিল', SEX লাইফ নিয়ে খোলামেলা Kareena

বইতে অন্তঃসত্ত্বা থাকাকীলন নিজের যৌন জীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন করিনা। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 11, 2021, 01:20 PM IST
'অন্তঃসত্ত্বা হওয়ার পর যৌন ইচ্ছা হারিয়ে গিয়েছিল', SEX লাইফ নিয়ে খোলামেলা Kareena

নিজস্ব প্রতিবেদন : তৈমুরের (Taimur) পর সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তারই সঙ্গে নিজের লেখা 'প্রেগন্যান্সি বাইবেল' (The Pregnancy Bible) বইতে অন্তঃসত্ত্বা থাকাকালীন জীবনের নানান অজানা কথা ফাঁস করেছেন বেবো। বইতে অন্তঃসত্ত্বা থাকাকীলন নিজের যৌন জীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন করিনা। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

করিনা (Kareena Kapoor Khan)। জানিয়েছেন, দ্বিতীয়বার মা হওয়ার পর তিনি যৌন ইচ্ছা হারিয়েছিলেন। তবে এই সময়টা সইফ খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছিলেন বলে জানান করিনা।  'প্রেগন্যান্সি বাইবেল' (The Pregnancy Bible) বই নিয়ে বন্ধু করণ জোহরের (Karan Johar) সঙ্গে আড্ডায় একথা সামনে আনেন সইফ পত্নী। করণ, করিনাকে প্রশ্ন করেন, 'তুমি নিজেই জানিয়েছ Sex-র প্রতি অনীহা তৈরি হয়েছিল। একজন মেয়ে যখন অন্তঃসত্ত্বা হয়, তখন যৌন জীবন নিয়ে তাঁর কী ভাবনা থাকে?'

আরও পড়ুন-Ditipriya-কে নিয়ে ঝামেলার গুঞ্জন নস্যাৎ করে আদৃতের বাগানবাড়িতে হুল্লোড় বিশ্ববসুর

করিনা (Kareena Kapoor Khan) জানান, ''এই সময়টা পুরুষের খুবই সাপোর্টিভ হওয়া উচিত। কখনও স্ত্রী বা সঙ্গীর প্রতি কোনওরকম চাপ তৈরি করা উচিত নয়। সৌন্দর্য নিয়ে কখনও ঠেস পৌঁছানো উচিত নয়।'' করিনার কথায়, '' অন্তঃসত্ত্বা থাকাকালীন অনেকেই তোমার আবেগ, অনুভূতি, মুড সুইং, এই বিষয়গুলি বুঝতে চায় না। কখনও আমার মনে হত, আমাকে খুব সুন্দর লাগছে, সেক্সি লাগছে। কখনও মনে হত, ফোলা পেট নিয়ে সইফকে গিয়ে বলি, আমাকে সুন্দর লাগছে। ও তখন বলত, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে।''

করিনা আরও বলেন, ''আমি যখন ৬-৭ মাসের অন্তঃসত্ত্বা, তখন খুব ক্লান্ত লাগত। কখনও মনে হত, উঠে দাঁড়াতেও ইচ্ছা করছে না। এমন সময়ও যে আসবে, আপনি ভেবে উঠতে পারবেন না। তবে একজন পুরুষের এই সময় ভীষণভাবে পাশে থাকা উচিত। সাপোর্টিভ হওয়াটা খুব দরকার। পুরুষের এই সময় কোনও চাপ তৈরি করাই উচিত নয়। এই সময় অন্তঃসত্ত্বা নারীর ভাবনাকেই প্রাধান্য দেয়া উচিত। যদি আপনার স্বামী আপনার অনুভূতিকেই না বোঝে, তাহলে তিনি আপনার সন্তানের বাবা কীভাবে হবেন? এই সময় সেক্স লাইফ ভীষণই সচল হবে, এমনটা ভাবলে মুশকিল।''

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.