সাত বছর পরও শাহিদকে এড়িয়ে চলেন করিনা

সাত বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের. করিনা এখন আর শুধু কপূর কন্যা নন শুধু, সইফ আলি খানের বেগম তিনি. জীবন অনেক দূর এগিয়ে গেলেও এখনও শাহিদের উপস্থিতিতে স্বচ্ছন্দ হতে পারেন না করিনা.

Updated By: Jan 20, 2014, 11:07 PM IST

সাত বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের. করিনা এখন আর শুধু কপূর কন্যা নন শুধু, সইফ আলি খানের বেগম তিনি. জীবন অনেক দূর এগিয়ে গেলেও এখনও শাহিদের উপস্থিতিতে স্বচ্ছন্দ হতে পারেন না করিনা.

সুপারহিট ছবি জব উই মেট-এর পরই বিচ্ছেদ হয়ে গিয়েছিল শাহিদ-করিনার. বিচ্ছেদের সময়ই দুজনে সিদ্ধান্ত নিয়েছিলেন কোনও যোগাযোগ রাখবেন না. দীর্ঘ সাত বছর পর এখনও দেখা হলে দুজন দুজনকে এড়িয়ে চলেন তাঁরা. সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশনে শাহিদের রিহার্সাল চলাকালীন হঠাত্ই সেখানে এসে পড়েন করিনা. মুখোমুখি হতেই সেখান থেকে সরে পড়েন করিনা. বোঝাই যাচ্ছে পুরনো সম্পর্কের তিক্ততা থেকে এখনও বেরোতে পারেননি করিনা.

কিছুদিন আগে কফি উইথ করণের শোতে এসেও করিনা জানিয়েছেন প্রাক্তন প্রেমিকদের কাজ করতে অসুবিধা রয়েছে তাঁর.

.