স্বজনপোষণ নিয়ে আইফার মঞ্চে কঙ্গনা রানাওয়াতকে ব্যাঙ্গ করণ-বরুণ-সইফ আলি খানের

Updated By: Jul 17, 2017, 02:47 PM IST
স্বজনপোষণ নিয়ে আইফার মঞ্চে কঙ্গনা রানাওয়াতকে ব্যাঙ্গ করণ-বরুণ-সইফ আলি খানের

ওয়েব ডেস্ক: বলিউডে স্বজনপোষণ রয়েছে। আর এই কথা প্রথম প্রকাশ্যে বলেন বলিউডের জাতীয় পুরস্কারজয়ী সাহসী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । তাও আবার করণ জোহরের শো কফি উইথ করণ –এ এসে সরাসরি করণ জোহরকে উদ্দেশ্য করে। পরে বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়। ইন্ডাস্ট্রির কেউ কেউ কঙ্গনার সেই মন্তব্যের বিরোধীতা করেন, আবার কেউ কেউ তাঁকে সমর্থনও করেন। তবে এবার আইফার মঞ্চে স্বজনপোষণ প্রসঙ্গ টেনে নিয়ে এসে কার্যত ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে কঙ্গনাকে উদ্দেশ্য করে বলা হল। আর বললেন আইফার সঞ্চালক করণ জোহর এবং সইফ আলি খান , সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ানও। উল্লেখ্য, এঁরা প্রত্যেকেই চলচ্চিত্র পরিবার থেকেই উঠে এসেছেন।

আইফার মঞ্চে ঢিশুম ছবিতে কমিক চরিত্রে অভিনয় করার জন্য বেস্ট পারফরম্যান্স পুরস্কার জিতেছেন বরুণ ধাওয়ান । স্বজনপোষণের প্রসঙ্গ উঠল সেখানেই। সঞ্চালক সইফ আলি খান মজা করে বরুণকে বলেন, ‘তুমি এখানে এসেছ তোমার বাবা, পরিচালক ডেভিড ধাওয়ানের জন্য।’ উত্তরে বরুণ বলেন, ‘তুমিও এই ইন্ডাস্ট্রিতে এসেছ তোমার মায়ের জন্য।’ অর্থাত্‌ শর্মিলা ঠাকুরের জন্য। সঙ্গে সঙ্গেই করণ জোহর বলেন, ‘আমিও আজ এখানে কারণ আমার বাবার জন্য।’ তারপরেই তিনজন একসঙ্গে বলে ওঠেন, ‘নেপোটিজম রকস।’

এখানেই শেষ নয়। বরুণ ধাওয়ান করণ জোহরকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার একটা ছবির গান রয়েছে... বোলে চুড়িয়া, বোলে কঙ্গনা...’। করণ জোহর তত্‌ক্ষণাত্‌ উত্তর দেন, ‘কঙ্গনা কিছু না বললেই ভালো হয়। কঙ্গনা খুব কথা বলে।’

এর থেকেই বোঝা যাচ্ছে, করণ জোহরের উদ্দেশ্যে বলা কঙ্গনা রানাওয়াতের স্বজনপোষণ মন্তব্য মোটেই এখনও মন থেকে সরাতে পারেননি তিনি। তাই আইফার মঞ্চেও কঙ্গনাকে ব্যাঙ্গ করতে ছাড়লেন না।

টাইগার শ্রফের দেশি Rambo-তে কি অভিনয় করতে দেখা যাবে স্ট্যালোনকে?

.