টাইগার শ্রফের দেশি Rambo-তে কি অভিনয় করতে দেখা যাবে স্ট্যালোনকে?

Updated By: Jul 17, 2017, 10:53 AM IST
টাইগার শ্রফের দেশি Rambo-তে কি অভিনয় করতে দেখা যাবে স্ট্যালোনকে?

ওয়েব ডেস্ক: হলিউডের ১৯৮২ সালের ব্লকবাস্টার হিট ফিল্ম  Rambo-এর রিমেক হচ্ছে এবার বলিউডে। হলিউডের Rambo-প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন সিলভারস্টার স্ট্যালোন। আর বলিউডের Rambo-তে প্রধান ভূমিকায় অভিনয় করছেন টাইগার শ্রফ। ফিল্মের প্রোযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। শোনা যাচ্ছে, তিনি নাকি খুব করে চেষ্টা করছেন বলিউডের Rambo-তেও সিলভারস্টার স্ট্যালোনকে দিয়ে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করাতে।

আরও পড়ুন দেখে নিন টাইগার শ্রফের মুন্না মাইকেলের রুশ পোস্টার

প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে রিলিজ করা অক্ষয় কুমার অভিনীত কমবখত ইশক ফিল্মে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল স্ট্যালোনকে। ডিএনও-তে প্রকাশিত খবর অনুযায়ী, সাজিদ নাডিয়াডওয়ালা স্ট্যালোনের সঙ্গে কথা বলে চলেছেন। এখন দেখা যাক, দেশি Rambo টাইগার শ্রফের সঙ্গে আসলি Rambo সিলভারস্টার স্ট্যালোনকেও একসঙ্গে সিলভার স্ক্রিনে দেখা যায় কিনা।

আরও পড়ুন  সইফ কন্যা সারার বলিউডে ডেবিউ করা নিয়ে কী বললেন করিনা কাপুর?

.