রণবীরের বাড়ির পার্টিতে করণ, ফের জোরাল আক্রমণের মুখে পরিচালক

জোর বিতর্ক শুরু হয়েছে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 9, 2020, 11:00 AM IST
রণবীরের বাড়ির পার্টিতে করণ, ফের জোরাল আক্রমণের মুখে পরিচালক
নীতুর জন্মদিনের পার্টিতে করণ

নিজস্ব প্রতিবেদন : নীতু কাপুরের জন্মদিনে হাজির হয়েছিলেন। রণবীর কাপুর,রিদ্ধিমা কপুর, অগস্ত নন্দাদের সঙ্গে পার্টি করেন করণ জোহর। সই ছবি সামাজিক মাধ্যমে উঠে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রথম ক্য়ামেরার সামনে দেখা গেল করণ জোহরকে। রণবীর, নীতুদের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁকে। নীতু কাপুরের জন্মদিনে করণ জোহরের ওই ছবি প্রকাশ্যে আসতেই ফের নেটিজেনদের একাংশের জোরাল আক্রমণের মুখে পড়েন পরিচালক।

আরও পড়ুন : সুশান্তের মৃত্য়ুর পর প্রথম ক্যামেরার সমানে, রণবীরের বাড়িতে হাজির করণ জোহর

কেউ বলতে শুরু করেন, সুশান্তের মৃত্যুর পর নাকি ভেঙে পড়েছেন করণ কিন্তু ওই খবর যে মিথ্যে, তা করণ জোহরকে দেখলই স্পষ্ট বলে মন্তব্য করেন কেউ।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর পর সাংবাদিকদের তথ্য সরবরাহ! পুলিসের নজরে আরও এক অভিনেত্রী

কেউ আবার বলতে শুরু করেন, করণ যে এতটুকু ভেঙে পড়েননি, তা বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, করণ নাটক করছেন বলেও করা হয় কটাক্ষ।

কেউ আবার বলতে শুরু করেন, মিথ্যে কান্নাকাটি করছেন করণ। পুরোটাই তাঁর লোক দেখানো।

যদিও নতুন করে আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি করণ জোহর।

.