চলে গেলেন শোলে-র 'সুরমা ভোপালি', ৮১ বছর বয়সে প্রয়াত অভিনেতা জগদীপ
বুধবার মুম্বইয়ে মৃত্যু হল অভিনেতা জাভেদ জাফরি ও টিভি হোস্ট নাভেদের বাবা জগদীপের
নিজস্ব প্রতিবেদন: শোলে থেকে আন্দাজ আপনা আপনা। প্রায় চারশো ছবিতে অভিনয় করে থামলেন জগদীপ। বলিউডের ছবিতে তাঁর অভিনীত বহু চরিত্র এখনও দর্শকদের মনে জ্বলজ্বল করছে।
বুধবার ৮১ বছর বয়সে চলে গেলেন শোলে-র সুরমা ভোপালি খ্যাত অভিনেতা জগদীপ। অভিনেতা জাভেদ জাফরি ও টিভি হোস্ট নাভেদের বাবা জগদীপের আসল নাম ছিল সৈয়দ ইস্তিয়াক আহমেদ জাফরি।
আরও পড়ুন-করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলার জন্য ৪১ হাজার ৭৭৫ লাখ টাকার সহায়তা ঘোষণা কেন্দ্রের
Veteran Bollywood actor Jagdeep (original name Syed Ishtiaq Ahmed Jafri) passes away at the age of 81. pic.twitter.com/0YXYEcggvB
— ANI (@ANI) July 8, 2020
জগদীপের পরিবারের ঘনিষ্ঠ প্রযোজক মেহমুদ আলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার সন্ধে সাড়ে আটটা নাগাদ বান্দ্রায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
মাত্র ৯ বছরে বয়সে ছবিতে অভিনয় শুরু করেন জগদীপ। তার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বিমল রায়, গুরু দত্ত, রমেশ সিপ্পির ছবিতে অভিনয় করেছেন। অমিতাভ-ধর্মেন্দ্র অভিনীত শোলে ছবির সুরমা ভোপালি-কে এখনও মানুষ মনে রেখেছে।
আরও পড়ুন-গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু ২৩ জনের, নতুন করে আক্রান্ত ৯৮৬
এক সাক্ষাতকারে জগদীপ জানিয়েছিলেন, 'সিনেমায় নেমেছিলাম কারণ আমার পয়সার প্রয়োজন ছিল। কখনও কোনও লিড রোলে অভিনয় করব এমন কোনও আকাঙ্খাই ছিল না।' তবে, হিরো হিসেবে ৫টি ছবিতে অভিনয় করেছিলেন জগদীপ।