বারবার কোভিড ১৯-এর পরীক্ষা, রিপোর্ট নিয়ে এবার কী বললেন কণিকা কাপুর!

লখনউয়ের হাসপাতালেই ভর্তি রয়েছেন কণিকা কাপুর 

Edited By: জয়িতা বসু | Updated By: Mar 30, 2020, 06:16 PM IST
 বারবার কোভিড ১৯-এর পরীক্ষা, রিপোর্ট নিয়ে এবার কী বললেন কণিকা কাপুর!

নিজস্ব প্রতিবেদন : লখনউয়ের সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। সেখানেই চলছে তাঁর করোনার চিকিতসা। হাসপাতালে থাকাকালীনই মনের দিক থেকে ভেঙে পড়েন কণিকা। তাঁর চতুর্থবারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর বাড়ির লোকও গায়িকার জন্য প্রার্থনা শুরু করেন। এসের মাঝেই সন্তানের কাছে পরিবারের কাছে যেতে চান বলে জানান কণিকা কাপুর।

আরও পড়ুন  : সন্তানদের কাছে ফিরতে চাই, হাসপাতালের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন কণিকা

তবে করোনার পঞ্চমবারের পরীক্ষার রিপোর্ট যাতে নেগেটিভ আসে, সে বিষয়ে আসা প্রকাশ করেন কণিকা কাপুর। তিনি বলেন, এবারে কোভিড ১৯-এর পরীক্ষার ফল যাতে কোনওভাবে পজিটিভ না আসে, তার জন্য প্রার্থনা শুরু করেছেন তিনি। কারণ শিগিগিরই তিনি পরিবারের কাছে ফিরে যেতে চান। দেখা করতে চান নিজে সন্তানদের সঙ্গে।

.