কঙ্গনার দিদির উপর অ্যাসিড হামলা, ভয়ে কুকড়ে যান রঙ্গোলি
ছপক-এর জন্য় দীপিকাকে ধন্যবাদ জানান কঙ্গনার দিদি
নিজস্ব প্রতিবেদন: অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে সিনেমা 'ছপক' তৈরি করেছেন পরিচালক মেঘনা গুলজার৷ যেখানে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকন৷ যে সিনেমা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে৷ এবার অ্যাসিড হামলা নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউতের দিদি (Rangoli Chandel) ঙ্গোলি চান্দেল৷
আরও পড়ুন : JNU-এ ABVP-SFI-এর 'গ্যাঙওয়ার' জাতীয় সমস্যা নয়, দীপিকাকে খোঁচা কঙ্গনার
দীপিকা সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের পর ট্যুইটার হ্য়ান্ডেলে নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন রঙ্গোলি৷ তিনি জানান, কলেজে পড়াকালীন তাঁরই একবন্ধু বিয়ের প্রস্তাব দেন তাঁকে৷ কিন্তু সেই বন্ধুর উপর তাঁর আলাদা করে কোনও অনুভূতি ছিল না৷ ফলে বিয়ে করবেন না বলে ওই বন্ধুকে স্পষ্ট জানিয়ে দেন রঙ্গোলি৷ বাড়ির কাউকে ওই ঘটনার কথা না জানিয়ে মহিলাদের হস্টেলে থেকে পড়াশোনা করতে চলে যান তিনি৷ এসবের মাঝে বায়ুসেনায় কর্মরত এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে ঠিক করা হয় পরিবারের তরফে৷ তাঁর বিয়ের কথা জানতে পেরেই ওই ব্যক্তি একদিন হস্টেলে হাজির হন৷ দরজা খোলার সঙ্গে সঙ্গে তাঁর মুখে এরপর (Acid attack) অ্যাসিড ছুড়ে মারা হয়৷ তারপরই শেষ হয়ে যায় সবকিছু৷
হামলাকারী অবিনাশ শর্মার কথা তিনি যদি আগে থেকে বাড়ির লোককে জানাতেন, তাহলে হয়ত এই ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন রঙ্গোলি চান্দেল৷
Hi Arzita, my attacker’s name is Avinash Sharma, he was in the same college as me, we were in the same friend circle, he proposed to me I started keeping distance I didn’t share same feelings, he would tell people some day he will merry me...(contd) https://t.co/Z7TMTUIwuz
— Rangoli Chandel (@Rangoli_A) January 8, 2020
(Contd)..when my parents got me engaged to an Air Force officer he became very persistent about marrying me when I retaliated he threatened me to throw acid on me,I brushed such threats aside & never told my parents or went to cops this was the biggest mistake of my life..(contd)
— Rangoli Chandel (@Rangoli_A) January 8, 2020
(Contd)... I was sharing PG house with four girls, a young stranger came asking for me my friend vijaya said someone asking for you I opened the door, he was carrying a jug full of ....and just than in one second CHAPPAK....
— Rangoli Chandel (@Rangoli_A) January 8, 2020
প্রসঙ্গত পরিচালক মেঘনা গুলজার অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে সিনেমা তৈরি করায়, তাঁকে এবং দীপিকা পাডুকনকে অনেক আগেই ধন্যবাদ জানান (Kangana Ranaut) কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল৷