Emergency-তে ইন্দিরা গান্ধীর ভূমিকায়, 'আমার থেকে ভালো কেউ পারবে না', দাবি Kangana-র
ছবির নাম 'এমারজেন্সি' (Emergency)। আর এই ছবির হাত ধরেই দ্বিতীয়বার ছবি পরিচালনা করতে দেখা যাবে কঙ্গনাকে।
নিজস্ব প্রতিবেদন : গত দু-তিন বছরে কোনও হিট সিনেমার মুখ দেখেননি। তারই মাঝে কিছুদিন আগে নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। অবশেষে শুরু হয়ে গেল তারই প্রস্তুতি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) উপর এই ছবিটি বানাচ্ছেন কঙ্গনা (Kangana Ranaut।) ১৯৭৫-র জরুরী অবস্থাকে বেশ করেই তৈরি হচ্ছে এই ছবি। ছবির নাম 'এমারজেন্সি' (Emergency)। আর এই ছবির হাত ধরেই দ্বিতীয়বার ছবি পরিচালনা করতে দেখা যাবে কঙ্গনাকে।
'এমারজেন্সি' (Emergency)ছবিতে ইন্দিরা গান্ধী (Indira Gandhi) হয়ে ওঠার জন্য বডি স্ক্যানের প্রয়োজন রয়েছে, সঙ্গে প্রস্থেটিক মেকআপেরও প্রয়োজন রয়েছে। তারই কাজ শুরু করে দিলেন অভিনেত্রী। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কঙ্গনা (Kangana Ranaut) লিখেছেন, ''প্রতিটি চরিত্র, নতুন যাত্রা পথই সুন্দর। ইন্দিরা গান্ধী (Indira Gandhi) হয়ে ওঠার জন্য, সঠিক চেহারা পাওয়ার প্রস্তুতি শুরু হল। অনেক ভালো ভালো শিল্পী এক হয়ে পর্দায় ছবিটা জীবন্ত করে তুলবেন। এটা একটা বিশেষ ছবি হয়ে উঠতে চলেছে।''
আরও পড়ুন- বেবি বাম্প নিয়েই শ্যুটিং-এ হাজির নুসরত জাহান
'এমারজেন্সি' (Emergency) ছবিটি পরিচালনার বিষয়ে কঙ্গনা (Kangana Ranaut) বলেছেন, ''আমি আরও একবার ছবি পরিচালনার কাজে নামতে চলেছি। এক বছর ধরে এই ছবিটি নিয়ে কাজ করার পর বুঝলাম, এই ছবির পরিচালনা আমার থেকে ভালো কেউ করতে পারেন না। রীতেশ শাহ এটার চিত্রনাট্য লিখেছেন। এই ছবিটার জন্য আমি অনেক ছবির কাজ ছেড়েছি। আমি নিশ্চিত এই ছবির যাত্রাপথ খুবই সুন্দর হতে চলেছে।''