ফিল্ম মাফিয়া, মহারাষ্ট্র সরকার প্রতি ঘণ্টায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে, বিস্ফোরক কঙ্গনা
ফের জোর তরজা শুরু হয়েছে কঙ্গনাকে নিয়ে
নিজস্ব প্রতিবেদন : কৃষক আন্দোলন নিয়ে দলজিৎ দোসাঞ্জের সঙ্গে প্রকাশ্যে তরজায় জড়িয়েছেন কঙ্গনা রানাউত। দলজিৎ দোসাঞ্জের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়ানোর পর পরই এবার জাভেদ আখতারও খবরের শিরোনামে। কঙ্গনার বিরুদ্ধে মানহানির যে মামলা দায়ের করেন জাভেদ আখতার, সেই মামলার বয়ান রের্ড করেন বর্ষীয়ান সুরকার। যে খবর প্রকাশ্যে আসতেই ফের মুখ খোলেন বলিউড কুইন।
আরও পড়ুন : বিয়ের আসরে ছিড়ে গেল পাজামা, চরম হয়রানির মুখে আদিত্য নারায়ণ, দেখুন
শুক্রবার সকালে ট্যুইট করেন কঙ্গনা রানাউত। সেখানে তিনি বলেন, ফিল্ম মাফিয়ারা ফের তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছেন এবং মামলা দায়ের করেছেন একের পর এক করে। জাভেদ আখতারও রয়েছেন সেই তালিকায়। প্রতিদিন এক ঘণ্টা অন্তর করে মহারাষ্ট্র সরকার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবার সেই গ্যাঙে যুক্ত হল পঞ্জাবের কংগ্রেসও। তাঁকে মহান বানিয়ে তবেই এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলেও মন্তব্য করেন বলিউড কুইন।
আরও পড়ুন : কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা, বয়ান রেকর্ড করালেন জাভেদ আখতার
দেখুন কী লিখলেন কঙ্গনা...
Film mafia filed many cases on me, last night Javed Akhtar filed one more, Maharashtra government filing one case every hour now congress in Punjab is also joined the gang....
Lagta hai mujhe mahan banake he dum lenge
Thank you https://t.co/Q3w7WaCyCm— Kangana Ranaut (@KanganaTeam) December 4, 2020
প্রসঙ্গত কৃষক আন্দোলনের বিরুদ্ধে আলটপকা মন্তব্য করে ট্যুইট করার অভিযোগে কঙ্গনাকে আইনি নোটিস পাঠানো হয় দিল্লি শিখ গুরুদ্বার কমিটির তরফে। এরপরই নতুন করে ফের মুখ খোলেন বলিউড কুইন।