কাঞ্চি:#টুইট রিভিউ
বহুদিন পর রুপোলি পর্দায় ছবি নিয়ে ফিরছেন পরিচালক সুভাষ ঘাই। কাঞ্চি:দ্য আনব্রেকবল। ছবিতে সুভাষ নিয়ে এসেছেন নতুন মুখ মিষ্টি মুখার্জি ও কার্তিক তিওয়ারিকে। আজ মুক্তি কাঞ্চির। দেখে নেওয়া যাক টুইটারে রিভিউ কী বলছে,
বহুদিন পর রুপোলি পর্দায় ছবি নিয়ে ফিরছেন পরিচালক সুভাষ ঘাই। কাঞ্চি:দ্য আনব্রেকবল। ছবিতে সুভাষ নিয়ে এসেছেন নতুন মুখ মিষ্টি মুখার্জি ও কার্তিক তিওয়ারিকে। আজ মুক্তি কাঞ্চির। দেখে নেওয়া যাক টুইটারে রিভিউ কী বলছে,
#কাঞ্চির অপূর্ব মিউজিক দিয়েছেন ইসমাইল দরবার ও সেলিম-সুলেমন।
#কাঞ্চি-দ্য আনব্রেকবল। সলমন অভিনীত যুবরাজের পর পর্দায় ফিরলেন সুভাষ ঘাই।
ছবিতে ক্যাসানোভ চরিত্রে অভিনয় করছেন ঋষি কপূর...গিটার হাতে তাঁর পর্দায় প্রবেশ দর্শকরা উপভোগ করেছেন। #কাঞ্চি
#কাঞ্চি রে কাঞ্চি খুব সুন্দর, মজার গান। ইসমাইল দরবারের মিউজিক মনে করিয়ে দিয়েছে হম দিল দে চুকে সনমের কথা।
সুভাষ ঘাইয়ের আবিষ্কার মিষ্টি মুখার্জি বলিউডের আগামীর মুখ #কাঞ্চি।
#কাঞ্চি ছবির কিছু দৃশ্য তাল ছবির স্মৃতি মনে এনে দেয়।