যৌন হেনস্থার অভিযোগ জাস্টিন বিবারের বিরুদ্ধে, আইনি পদক্ষেপ করার পালটা হুমকি গায়কের
২০১৪ সালে এক মহিলার যৌন হেনস্থা জাস্টিন বিবার করেছেন বলে অভিযোগ করা হয়
নিজস্ব প্রতিবেদন : যৌন হেনস্থার অভিযোগ উঠল জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিবার জানিয়েছেন, তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
রিপোর্টে প্রকাশ, ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলার যৌন হেনস্থা করেছেন। যে অভিযোগ প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিবার নিজে। সোশ্যাল হ্যান্ডেল ট্যুইটারে একের পর এক ট্যুইট করে ওই মহিলার সমস্ত অভিযোগ নস্যাত করে দেন বিবার।
I don’t normally address things as I have dealt with random accusations my entire career but after talking with my wife and team I have decided to speak up on an issue tonight.
— Justin Bieber (@justinbieber) June 22, 2020
Rumors are rumors but sexual abuse is something I don’t take lightly. I wanted to speak out right away but out of respect to so many victims who deal with these issues daily I wanted to make sure I gathered the facts before I made any statement.
— Justin Bieber (@justinbieber) June 22, 2020
আরও পড়ুন- বিশেষ বান্ধবী রিয়ার পর সুশান্তের কাছের বন্ধুকে জিজ্ঞাসাবাদ পুলিসের
তিনি বলেন, এই ধরনের অভিযোগ নিয়ে তিনি কখনও মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্থার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন বলে জানান বিবার। শুধু তাই নয়, এই অভিযোগকে তিনি কোনওভাবেই হালকাভাবে নিচ্ছেন না। সেই কারণে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানান বিবার।