জানেন ৩ দিনে কত কোটি টাকার ব্যবসা করল বরুণ ধাওয়ানের ‘জুড়য়া টু’?

Updated By: Oct 2, 2017, 03:23 PM IST
জানেন ৩ দিনে কত কোটি টাকার ব্যবসা করল বরুণ ধাওয়ানের ‘জুড়য়া টু’?

ওয়েব ডেস্ক: মুক্তি পেয়েছে ২০ বছর আগে সলমন খানের ‘জুড়য়া’ ছবির রিমেক ‘জুড়য়া টু’। বরুণ ধাওয়ান অভিনীত এই ছবি ঘিরে প্রথম থেকেই প্রত্যাশা বেশি ছিল। ছবি ঘিরে দর্শকদের সেই প্রত্যাশা বক্স অফিসেও প্রভাব ফেলেছে। মুক্তি পেয়েই যেন অলিম্পিকে সোনা জেতার মতো দৌড় শুরু করেছে এই ছবি।

‘বাহুবলী’ প্রভাসের লেটেস্ট ফেসবুক পোস্টটা দেখেছেন?

মাত্র ৩ দিন হল মুক্তি পেয়েছে ‘জুড়য়া টু’। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বেশ ভালো ব্যবসা করে ফেলেছে। ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই ছবির বক্স অফিস কালেকশন টুইট করে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘জুড়য়া টু’ শুক্রবার ১৬.১০ কোটি, শনিবার ২০.৫৫ কোটি এবং রবিবার ২২.৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অর্থাত্‌, ৩ দিনেই ৫৯.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। ‘জুড়য়া টু’-র ৩ দিনের বক্স অফিস কালেকশন দেখে মনে হচ্ছে ১০০ কোটি ক্লাবে পৌঁছতে বেশি সময় নেবে না। প্রসঙ্গত, এই ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং তাপসী পান্নুও অভিনয় করেছেন।

এই ভিডিওটি দেখলে আপনি নতুন করে আমির খানের প্রেমে পড়ে যাবেন

.