'লজ্জাহীন পর্নস্টার ক্লিভেজ কেন দেখাচ্ছ'? দিশাকে আক্রমণ

Updated By: Oct 2, 2017, 02:25 PM IST
'লজ্জাহীন পর্নস্টার ক্লিভেজ কেন দেখাচ্ছ'? দিশাকে আক্রমণ

ওয়েব ডেস্ক : ‘ব্যাকলেস জাম্পশুট’ পরেছিলেন। আর তাতেই তাঁকে শুনতে হল নানা ধরণের কটাক্ষ। বছর ২৫-এর দিশাকে এবার কটাক্ষ করা হল ‘পর্নস্টার’ বলে।

ঘটনা হল, সম্প্রতি জুড়ুয়া টু-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন দিশা পাটানি। সেখানে ‘ব্যাকলেস জাম্পশুট’ পরে হাজির হয়েছিলেন তিনি। আর ওই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করার পর পরই তা ভাইরাল হয় যায়। ব্যাকলেস জাম্পশুট পরে দিশা কেন ‘উন্মুক্ত পিঠ’ প্রদর্শন করছেন? তা নিয়ে তোলা হয় প্রশ্ন। পাশাপাশি ওই পোশাকে দিশা কেন ‘ক্লিভেজ’ দেখাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও বিষয়টি নিয়ে সোশ্যাল জোর জল্পনা শুরু হলেও, দিশা কোনও পাল্টা মন্তব্য করেননি।

সম্প্রতি পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় মালাইকা অরোরা খান, করিনা কাপুর খানকে। ‘ব্যাকলেস’ পরে ক্যামেরার সামনে আসায় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকেও কটাক্ষ করা হয়। আর এবার পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়তে হল ‘বেরিলি কি বরফি’-র অভিনেত্রীকেও।    

প্রসঙ্গত এই প্রথম নয়, ২০১৬ সালে ফিল্ম ফেয়ারের অনুষ্ঠানেও দিশা পাটানির পোশাক নিয়ে জোর সমালোচনা শুরু হয়।

.