এভাবেই ১লা বৈশাখ সেলিব্রেশনের দাওয়াই Jeet-র

 অনুরাগীদের সেই ইচ্ছার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিলেন জিৎ। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 14, 2021, 05:07 PM IST
এভাবেই ১লা বৈশাখ সেলিব্রেশনের দাওয়াই Jeet-র

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপে এবার বাইরে বের হয়ে হৈ হুল্লোর করে নববর্ষ সেলিব্রেশনে বন্ধ। তবে দর্শকদের বিনোদনের জন্য নতুন কিছু তো চাই। অনুরাগীদের সেই ইচ্ছার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিলেন জিৎ। 

নববর্ষেই মুক্তি পেতে চলেছে জিৎ-মিমির ছবির নতুন গান 'আয় না কাছে রে'। বুধবারই অনুরাগীদের সে সুখবর শুনিয়েছেন জিৎ। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে সামনে এসেছে ১৪২৮ লেখা ডায়েরি। তাতে লেখা 'নববর্ষ কাটুক গানে, নাচে ও খুশিতে। এবার চিৎকার করে বলা যাক, 'আয় না কাছে রে'। 'বাজি' ছবির এই গানটি সুর করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। পরিচালনায় অংশুমান প্রত্যুষ। জিতেরই প্রযোজনা সংস্থার ছবি এটি।

আরও পড়ুন-''কোন বস্তি থেকে তুলে নিয়ে এসেছেন?''Mandira Bedi-র দত্তক কন্যাকে কদর্য আক্রমণ

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

২০২০-র লকডাউনের ঠিক আগে আগেই 'বাজি'র শ্যুটিংয়ে লন্ডন উড়ে গিয়েছিলেন জিৎ, মিমি সহ গোটা টিম। তবে আচমকা করোনার হানা ও লকডাউন ঘোষণার কারণে মাঝ পথেই দেশে ফিরতে হয়েছিল টিম 'বাজি'কে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হতে ফের লন্ডনে গিয়ে 'বাজি'র কাজ শেষ করেন জিৎ-মিমি সহ অন্যান্যরা।  এখন মুক্তির অপেক্ষায় রয়েছে 'বাজি'।

আরও পড়ুন-মালদ্বীপে জলের গভীরে একান্ত মুহূর্তে লেন্সবন্দি Ankush-Oindrila

.