মা শ্রী-র কথাই মনে করাচ্ছেন জাহ্নবী, আবেগে ভাসলেন নেটিজেনরা

জাহ্নবী কাপুরের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়

Edited By: জয়িতা বসু | Updated By: Feb 25, 2020, 05:05 PM IST
মা শ্রী-র কথাই মনে করাচ্ছেন জাহ্নবী, আবেগে ভাসলেন নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদন: 'পিয়া তো সে নয়না লাগে'-র ধুনে জাহ্নবী কাপুরের নাচ এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে আকাশী রঙের আনারকলি পরে নাচতে দেখা যায় শ্রীদেবী-কন্যাকে। ধড়ক অভিনেত্রীর ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

শুধু তাই নয়, ওয়াহিদা রহমানের সিনেমার গানে জাহ্নবীকে নাচতে দেখে তাঁর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে। এমনকী, শ্রীদেবী যেমন সুন্দরভাবে ক্লাসিকাল ডান্সকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সুন্দরভাবে উপস্থাপন করতেন, জাহ্নবীও সেই দিকেই এগোচ্ছেন বলে  মন্তব্য করতে শুরু করেন অনেকে।

আরও পড়ুন : পর্নস্টারের সঙ্গে তুলনা ইভাঙ্কার! মেয়েকে নিয়ে ৭ বিতর্কিত মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের
সম্প্রতি শ্রীদেবী মৃত্যুবার্ষিকীতে আবেগপ্লুত হয়ে পড়েন জাহ্নবী। প্রতিদিন মায়ের অভাব তিনি অনুভূব করেন বলে মন্তব্য করেন জাহ্নবী কাপুর। বর্তমানে গুঞ্জন সাক্সেনার শ্যুটিং নিয়ে ব্যস্ত জাহ্নবী কাপুর। ধড়ক দিয়ে বলিউডে পা রাখার পর বর্তমানে বায়োপিক নিয়ে ব্যস্ত জাহ্নবী। এসবের পাশাপাশি করণ জোহরের তখত-এও জাহ্নবী কাপুরকে অভিনয় করতে দেখা যাবে।

.