জামিয়ার পড়ুয়াদের নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টে 'লাইক', বয়কটের ডাক অক্ষয় কুমারকে
অক্ষয কীভাবে ওই কাজ করতে পারেন, উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে গোটা দেশে যখন জোর তরজা শুরু হয়েছে, সেই সময় দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিসের লাঠিচার্জ নিয়ে নতুন করে সরগরম হতে শুরু করেছে ইন্টারনেট৷ সেই আগুনে এবার যেন ঘৃতাহুতি দিলেন (Akshay Kumar) অক্ষয় কুমার৷
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায়, ছাত্রদের ব্যঙ্গ করে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়৷ ওই ভিডিয়োতে 'লাইক' করেন অক্ষয় কুমার৷ এরপরই বলিউড তারকাকে নিয়ে শুরু হয়ে যায় জোর তরজা৷ অক্ষয় কুমারের মতো একজন মানুষ কীভাবে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে এই ধরনের ভিডিয়োয় লাইক করতে পারেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন৷ নেটিজেনদের প্রশ্নবাণের মুখে পড়ে সেয পর্যন্ত এ বিষয়ে নিজের মতামত জানান অক্ষয় কুমার৷
আরও পড়ুন : বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে সলমন খানের বাড়ি, হুমকিতে চাঞ্চল্য
তিনি দাবি করেন, ইন্টারনেটে ঘোরাফেরা করার সময়, ভুল করেই ওই ভিডিয়োতে লাইক করে ফেলেছেন তিনি৷ ওই ভিডিয়োতে লাইক করার মতো কোনও ইচ্ছে তাঁর ছিল না৷ কিন্তু ভুল করেই ওই কাজটি করে ফেলেন তিনি৷ লাইক করার পরই নিজের ভুল বুঝতে পারেন৷ সঙ্গে সঙ্গে ওই (Video) ভিডিয়োটিকে তিনি আনলাইকও করে দেন বলে জানান আক্কি৷
যদিও অক্ষয় যে দাবিই করুন না কেন, তাঁকে নিয়ে জোর তরজা শুরু হয়ে যায় (Social Media) সোশ্যাল মিডিয়ায়৷ এমনকী, বয়কট কানাডিয়ান অক্ষয় কুমার বলে ইন্টারনেটে ট্রেন্ডিং হতে শুরু করে অক্ষয়ের লাইক করা ওই ভিডিয়ো৷
দেখুন...
Regarding the ‘like’ on the tweet of Jamia Milia students, it was by mistake. I was scrolling and accidentally it must have been pressed and when I realised I immediately unliked it as In no way do I support such acts.
— Akshay Kumar (@akshaykumar) December 16, 2019
প্রসঙ্গত, দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর তপসি পান্নু, বিক্রান্ত মেসি, স্বরা ভাস্কররা গর্জে ওঠেন দিল্লি পুলিসের বিরুদ্ধে৷
রবিবার বিকালে নাগরিকত্ব আইনের(Citizenship Act)প্রতিবাদে রাস্তায় নামেন জামিয়ার(Jamia Milia University)পড়ুয়া ও শিক্ষকরা। প্রতিবাদ আন্দোলন হিংসাত্মর চেহারা নিলে লাঠিচার্জ করে পুলিস। আহত হন বহু (Students)পড়ুয়া। অভিযোগে বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে লাইব্রেরিতে ঢুকে পড়ুয়াদের ব্যাপক মারধর করে পুলিস। শেষপর্যন্ত হাত উঁচু করে ক্যাম্পাস থেকে পড়ুয়াদের বের করে আনে পুলিস। আটক করা হয় কমপক্ষে ১০০ পড়ুয়াকে। ওই ঘটনার পর থেকেই ফের জোর তরজা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে৷