'শ্রী'তে মগ্ন স্মৃতি, কলম ধরলেন কেন্দ্রীয়মন্ত্রী

 সেই আর পাঁচ জনের মতো তাঁর প্রতি মুগ্ধতা ছিল একসময়ের অভিনেত্রী তথা কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানিরও। শ্রীদেবীর উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে আরও একবার তাঁর জীবন্ত ছবিই আঁকলেন স্মৃতি। তাঁর সেই চিঠি প্রকাশ হয়েছে নিউজ১৮এ।

Updated By: Feb 26, 2018, 07:33 PM IST
'শ্রী'তে মগ্ন স্মৃতি, কলম ধরলেন কেন্দ্রীয়মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: 'সদমা', 'চাঁদনি', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া' থেকে শুরু করে একের পর এক সিনেমায় দর্শকদের মুগ্ধ করেছেন শ্রীদেবী। তিনি কিংবদন্তি, তিনি অনন্যা আবার মোহময়ীও বটে। তাঁর সমকালীন সময়ে অনেকের কাছেই তিনি ছিলেন অনুপ্রেরণাও। অনেকেই তাঁর মতো হওয়ার স্বপ্ন দেখতেন। সেই আর পাঁচ জনের মতো তাঁর প্রতি মুগ্ধতা ছিল একসময়ের অভিনেত্রী তথা কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানিরও। শ্রীদেবীর উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে আরও একবার তাঁর জীবন্ত ছবিই আঁকলেন স্মৃতি। তাঁর সেই চিঠি প্রকাশ হয়েছে নিউজ১৮এ।

সেই চিঠি লিখতে লিখতে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছেন স্মৃতি ইরানি। লিখেছেন, '' আমার প্রিয় তারকা, ছোট থেকেই যাঁর অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। ''  '' তাঁকে শেষবার দেখেছিলাম গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে, অত বড় একটা মঞ্চে একাই দাঁড়িয়েছিলেন, কিন্তু তাঁর উপস্থিতি ঔজ্জ্বল্যে মঞ্চ যেন ভরে উঠল। ভারতীয় সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতির জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। তিনি এমন একজন যাঁর স্মৃতি আমার সঙ্গে সবসময় থাকবে। ''

তিনি আরও লিখেছেন,  '' আমার সঙ্গে শ্রীদেবীর সম্পর্কে তিনটি মোড়। কৈশোরে আমি তাঁর অন্ধ ভক্ত, পরবর্তীকালে অভিনয় জীবনে তাঁকে অনুসরণ করেছি, শেষপর্যন্ত রাজনীতিক হিসাবে তাঁকে অন্যভাবে দেখেছি। বিভিন্ন অনুষ্ঠানে শ্রীদেবীর সঙ্গে আমার দেখা হয়েছে, প্রত্যেকবারই তাঁকে নতুন করে দেখা ও জানার সুযোগ হয়েছে। ...তিনি শুধু মহিলা সুপারস্টারই ছিলেন না, ৯এর দশকে তিনি একাই অনেক ১৯টারও বেশি ব্লকবাস্টার হিট দিয়েছেন। শুধু তাঁর নাচই নয় তাঁর কমিক, সিরিয়াস সব ক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।...

আরও পড়ুন- পারিশ্রমিকের নিরিখে রজনীকান্তকেও ছাপিয়ে গিয়েছিলেন শ্রীদেবী

.