'সানিই বলিউডের সেরা সুন্দরী', কারণ, এই ৯টি ছবি

নীল ছবির নিষিদ্ধ গণ্ডি পেরিয়ে সানি লিওন এখন সার্ব্বজনীন। সানি লিওন এমন এক সুন্দরী যাঁর ছবি নাকি সবার সামনে দেখা যায়না। কম্পিউটারের গোপন ফোল্ডারে লুকিয়ে রাখতে হয় সানিকে! সানি 'সেক্সি', সানি 'সেক্স বম্ব', সানি 'হট', সানি 'বোল্ড', অথচ সানি নিষিদ্ধ! বলিউডের ছাপ লেগেছে অনেক আগেই। ভারতে অবশ্য বিগ বসের হাট ধরেই আশা, আর একবার যখন এসেছেন তখন আর ফিরে যাওয়া নয় নীল দুনিয়ায়। সানির সংসার এখন ভারতেই। লাল-নীল-হলুদ সব রঙেই সানি এখন বলিউড দাপাচ্ছে। কেন? বলা হচ্ছে, বলিউডের বর্তমান সময়ের শ্রেষ্ঠ সুন্দরীদের ৯ গোল অনায়েসেই দেবেন সানি। এক, দুই কিংবা তিন নয়, দশও নয়, তিনের হ্যাটট্ট্রিক। কারণ? দেখে নিন সানি লিওনের এই নয় ছবি- 

Updated By: Jun 27, 2016, 06:34 PM IST
'সানিই বলিউডের সেরা সুন্দরী', কারণ, এই ৯টি ছবি

ওয়েব ডেস্ক: নীল ছবির নিষিদ্ধ গণ্ডি পেরিয়ে সানি লিওন এখন সার্ব্বজনীন। সানি লিওন এমন এক সুন্দরী যাঁর ছবি নাকি সবার সামনে দেখা যায়না। কম্পিউটারের গোপন ফোল্ডারে লুকিয়ে রাখতে হয় সানিকে! সানি 'সেক্সি', সানি 'সেক্স বম্ব', সানি 'হট', সানি 'বোল্ড', অথচ সানি নিষিদ্ধ! বলিউডের ছাপ লেগেছে অনেক আগেই। ভারতে অবশ্য বিগ বসের হাট ধরেই আশা, আর একবার যখন এসেছেন তখন আর ফিরে যাওয়া নয় নীল দুনিয়ায়। সানির সংসার এখন ভারতেই। লাল-নীল-হলুদ সব রঙেই সানি এখন বলিউড দাপাচ্ছে। কেন? বলা হচ্ছে, বলিউডের বর্তমান সময়ের শ্রেষ্ঠ সুন্দরীদের ৯ গোল অনায়েসেই দেবেন সানি। এক, দুই কিংবা তিন নয়, দশও নয়, তিনের হ্যাটট্ট্রিক। কারণ? দেখে নিন সানি লিওনের এই নয় ছবি- 

.