ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন: প্রকাশিত হল ২০১৭-এর নমিনেশন লিস্ট

অমিতাভ বচ্চন, আমির খান, সুশান্ত সিং রাজপুত এবং আদিল হুসেন, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন ২০১৭-তে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে (পুরুষ) লড়াই হতে চলেছে এই চারের মধ্যেই। আর শ্রেষ্ঠ অভিনেতা (মহিলা) বিভাগে খেতাবের লড়াইয়ে রয়েছেন বিদ্যা বালান, আলিয়া ভাট, তন্নিষ্ঠা চ্যাটার্জি, কাব্য মাধবন এবং কঙ্কণা সেন শর্মা। উল্লেখ্য, বেস্ট ফিল্মের  নমিনেশনে রয়েছে পিঙ্ক, সুলতান, জোকার, অ্যায় দিল হ্যায় মুশকিল, এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। এছাড়াও পিপল'স চয়েস ক্যাটাগরিতে রয়েছে আরও যে দুটি ছবি, সেগুলো হল- দঙ্গল এবং বাহুবলি টু: দ্য কনক্লুশন। এরই সঙ্গে উল্লেখ্য, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল  অব মেলবোর্ন ২০১৭-তে শ্রেষ্ঠ পরিচালকের নমিশেন পেয়েছেন নিখিল মাঞ্জো (রিজার্ভেশন), নীতেশ তিওয়ারি (দঙ্গল), বিক্রমাদিত্য মোতওয়ানি (ট্র্যাপড), এন পদ্মকুমার (এ বিলিয়ন কালার স্টোরি), বুদ্ধদেব দাসগুপ্ত (টোপ), অলঙ্কৃতা শ্রীবাস্তব (লিপস্টিক আন্ডার মাই বোরখা), এস এস রাজমৌলি (বাহুবলি টু: দ্য কনক্লুশন), কঙ্কণা সেন শর্মা (এ ডেথ ইন দ্য গুঞ্জ)। অবশ্যই পড়ুন- অস্কারের আমন্ত্রণ পেলেন তিন বাঙালি পরিচালক 

Updated By: Jul 5, 2017, 02:00 PM IST
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন: প্রকাশিত হল ২০১৭-এর নমিনেশন লিস্ট

ওয়েব ডেস্ক: অমিতাভ বচ্চন, আমির খান, সুশান্ত সিং রাজপুত এবং আদিল হুসেন, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন ২০১৭-তে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে (পুরুষ) লড়াই হতে চলেছে এই চারের মধ্যেই। আর শ্রেষ্ঠ অভিনেতা (মহিলা) বিভাগে খেতাবের লড়াইয়ে রয়েছেন বিদ্যা বালান, আলিয়া ভাট, তন্নিষ্ঠা চ্যাটার্জি, কাব্য মাধবন এবং কঙ্কণা সেন শর্মা। উল্লেখ্য, বেস্ট ফিল্মের  নমিনেশনে রয়েছে পিঙ্ক, সুলতান, জোকার, অ্যায় দিল হ্যায় মুশকিল, এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। এছাড়াও পিপল'স চয়েস ক্যাটাগরিতে রয়েছে আরও যে দুটি ছবি, সেগুলো হল- দঙ্গল এবং বাহুবলি টু: দ্য কনক্লুশন। এরই সঙ্গে উল্লেখ্য, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল  অব মেলবোর্ন ২০১৭-তে শ্রেষ্ঠ পরিচালকের নমিশেন পেয়েছেন নিখিল মাঞ্জো (রিজার্ভেশন), নীতেশ তিওয়ারি (দঙ্গল), বিক্রমাদিত্য মোতওয়ানি (ট্র্যাপড), এন পদ্মকুমার (এ বিলিয়ন কালার স্টোরি), বুদ্ধদেব দাসগুপ্ত (টোপ), অলঙ্কৃতা শ্রীবাস্তব (লিপস্টিক আন্ডার মাই বোরখা), এস এস রাজমৌলি (বাহুবলি টু: দ্য কনক্লুশন), কঙ্কণা সেন শর্মা (এ ডেথ ইন দ্য গুঞ্জ)। অবশ্যই পড়ুন- অস্কারের আমন্ত্রণ পেলেন তিন বাঙালি পরিচালক 

.