রামায়নে আমি বেমানান: সোনাক্ষি

পরিবারের সব সদস্যদের নামই নেওয়া হয়েছে রামায়নের চরিত্রদের থেকে। এটাই সিনহা পরিবারের বৈশিষ্ট্য। তাই পরিবারের মধ্যে নিজেকে কিছুটা বেমানানই লাগে বাড়ির আদুরে দুলালী সোনাক্ষির।

Updated By: Oct 6, 2013, 02:22 PM IST

পরিবারের সব সদস্যদের নামই নেওয়া হয়েছে রামায়নের চরিত্রদের থেকে। এটাই সিনহা পরিবারের বৈশিষ্ট্য। তাই পরিবারের মধ্যে নিজেকে কিছুটা বেমানানই লাগে বাড়ির আদুরে দুলালী সোনাক্ষির।
মুম্বইয়ের জুহুতে সপরিবারে থাকেন শত্রুঘ্ন সিনহা। বাড়ির একমাত্র মেয়ে সোনাক্ষি ব্রেকফাস্ট টু ডিনারের সেটে জানালেন, "আমার বাবারা চার ভাই। রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। আমার দুই ভাইয়ের নাম লব আর কুশ। তাই আমার বাড়িটা একটা রামায়ন। শুধু আমার আর মায়ের নাম (পুনম) রামায়ন থেকে নয়। নিজেদের তাই বাড়িতে বেমানান লাগে।"
রবিবার ব্রেকফাস্ট টু ডিনার-এ অতিথি সোনাক্ষি। অক্ষয় কুমারের আগামী ছবি বস-এ আইটেম নম্বরে দেখা যাবে তাঁকে।

.