দাদাসাহেব ফালক ফাউন্ডেশন পুরস্কার ২০২০: সেরা অভিনেতা নির্বাচিত হৃত্বিক

 দাদা সাহেব ফালকে ফাউন্ডেশন পুরস্কার ২০২০-র সের অভিনেতা নির্বাচিত হয়েছেন হৃত্বিক।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Feb 22, 2020, 05:26 PM IST
দাদাসাহেব ফালক ফাউন্ডেশন পুরস্কার ২০২০: সেরা অভিনেতা নির্বাচিত হৃত্বিক

নিজস্ব প্রতিবেদন : ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার এবার হৃত্বিক রোশনের ঝুলিতে। সৌজন্যে, সুপার থার্টি। ছবিতে গণিতবিদ্ আনন্দ কুমারের চরিত্রে অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকে ফাউন্ডেশন পুরস্কার ২০২০-র সের অভিনেতা নির্বাচিত হয়েছেন হৃত্বিক।

'সুপার থার্টি' ছবিতে বিহারের বাসিন্দা আনন্দ কুমারের ভূমিকায় অভিনয় করেন হৃত্বিক। যে আনন্দ কুমার একসময় বিনা পয়সায় গরিব মেধাবীদের ছাত্র-ছাত্রীদের যোগ্য জায়গায় পৌঁছে দিতে উঠে পড়ে লেগেছিলেন। তবে স্রোতের বিপরীতে হাঁটাটা মোটেও সহজ নয়। আনন্দের কুমারের ক্ষেত্রেও সহজ হয়নি। লড়াই, লড়াই আর লড়াই। আর উপস্থিত বুদ্ধি দিয়েই বাজিমাত করেছেন আনন্দ। যার জন্য অবশ্য আনন্দকে হারাতেও হয়েছে অনেককিছুই। 'সুপার থার্টি'র গল্পে উঠে এসেছে সেই ছবিই। এই ছবিতে আনন্দ কুমারের ভূমিকায় হৃত্বিকের অভিনয় প্রশংসা পেয়েছে।

আরও পড়ুন- বিমান থেকে ঝাঁপ দিয়ে বসলেন মধুমিতা সরকার! প্রকাশ্যে ভিডিয়ো

হৃত্বিকের এই সাফল্যের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আনন্দ কুমার।

আরও পড়ুন-সোহমের সঙ্গে ঘর বাঁধছেন 'শ্রীমতি' স্বস্তিকা

প্রসঙ্গত বিকাশ বেহল পরিচালিত 'সুপার থার্টি' ছবিটি দেখে হলিউডে এই ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করেন বিদেশের বহু পরিচালক। 

আরও পড়ুন- কঙ্গনার সঙ্গে প্রেম করছেন যীশু!

.