সল্লু মিঞাকে দুবাই যাওয়ার অনুমতি দিল বম্বে হাইকোর্ট
সলমন খানকে বিদেশ ভ্রমণের ছাড়পত্র দিয়ে দিল বম্বে হাই কোর্ট। এই অনুমতির জেরে আগামী ২৯মে বিনা দ্বিধায় দুবাই উড়ে যেতে পারবেন সল্লু মিঞা।
ওয়েব ডেস্ক: সলমন খানকে বিদেশ ভ্রমণের ছাড়পত্র দিয়ে দিল বম্বে হাই কোর্ট। এই অনুমতির জেরে আগামী ২৯মে বিনা দ্বিধায় দুবাই উড়ে যেতে পারবেন সল্লু মিঞা।
২০০২ সালে বান্দ্রায় একটি হিট অ্যান্ড রান কেসে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে সলমন ইতিমধ্যেই দোষী প্রমাণিত। কিন্তু, জামিনে মুক্ত সলমন আপাতত স্বস্তিতেই রয়েছেন। তাঁর স্বস্তি আরও খানিকটা বাড়িয়ে দিল আজকে হাইকোর্টের রায়।
জামিনে মুক্ত সলমন দুবাই যাওয়ার অনুমতি চেয়ে বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন। আজ বিচারপতি শালিনি ফনসলকারের সিঙ্গল বেঞ্চে এই আবেদনের রায়দান ছিক। আজ সলমনের আইনজীবীর আবেদন শুনেই তৎক্ষণাৎ অনুমতি দিয়ে দেন বিচারপতি।
দোষী সব্যস্ত হওয়ার দু'দিনের মধ্যেই গত ৮ মে বোম্বে হাইকোর্টে জামিন পেয়ে যান বলিউডের 'ভাইজান'।