জন্মদিনে শাড়িতেই মোহময়ী শ্রীদেবী

ওয়েব ডেস্ক: দেখে ‌যদিও তেমনটা একদমই মনে হয় না। তবে উইকি বলছে তাঁর বয়স ৫৪ ছুঁয়েছে।  তবে এই বয়সেও তাঁর সৌন্দ‌র্যের কাছে হার মানে অনেক কম বয়সী বলিউড ডিভাই। তিনি আর কেউ নন শ্রীদেবী। আজ তাঁর ৫৪ বছরের জন্মদিন। 

৬০-এর দশকে বলিউডে পা রেখেছিলেন। ১৯৬৩ সালে '‍আম্মা আয়াঙ্গার'‍ সিনেমার মাধ্যমে রুপালি দুনিয়ায় আসেন শ্রীদেবী। তারপর অগণিত বলিউডের ছবিতে তিনি তাঁর অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। তবে এখনও শ্রীদেবী বলতেই মনে পড়ে সেই '‍মিস্টার ইন্ডিয়া'‍ সিনেমায় '‍কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত'‍ গানে তাঁর নাচ। তারপর বহু ছবিতেই তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে এবং এখনও হচ্ছে। 

আরও পড়ুন-বাবা-মায়ের সঙ্গে বিদেশে ছুটি কাটিয়ে দেশে ফিরল তৈমুর

তবে অভিনয়ের পাশপাশি বলিউডে শ্রীদেবী সবথেকে বেশি আলোচনার উঠে এসেছেন তাঁর সৌন্দ‌র্যের জন্যই। শাড়ি থেকে শুরু করে বহু আধুনিক পোশাকেই দেখা গেছে শ্রীদেবীকে। তবে তুলনা করলে শাড়িতেই ‌যে তিনি সবথেকে বেশি সুন্দরি একথা প্রায় সকলেই বলবেন। বিভিন্ন ধরণের শাড়িতে বারবার মোহময়ী হয়ে উঠেছেন তিনি।

চলুন দেখে নি শাড়িতে মোহময়ী শ্রীদেবীর কিছু ছবি...

 

 

 

 

English Title: 
Happy Birthday Sridevi: This Bollywood Diva Looks Much More Beautiful in Saree, View Pic
News Source: 
Home Title: 

জন্মদিনে শাড়িতেই মোহময়ী শ্রীদেবী

জন্মদিনে শাড়িতেই মোহময়ী শ্রীদেবী
Yes
Is Blog?: 
No