CBFC Controversy: সেন্সর বোর্ডের বিরুদ্ধে কয়েক লক্ষ ঘুষ নেওয়ার অভিযোগ, কড়া পদক্ষেপ কেন্দ্রের
CBFC Controversy: বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলেই একটি ভিডিয়ো শেয়ার করেন তামিল অভিনেতা বিশাল। সেখানেই তিনি অভিযোগ করেন যে সিবিএফসি তাঁর ছবি মার্ক অ্যান্টনির হিন্দি ভার্সনটি দেখানো ও U/A সার্টিফিকেট দেওয়ার জন্য সাড়ে ৬ লক্ষ টাকা ঘুষ চেয়েছে। এরপরেই নড়েচড়ে বসে সরকার। শুক্রবার সকালেই তদন্তের আশ্বাস দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি তামিল অভিনেতা(Tamil Actor) বিশাল (Vishal) বড়সড় অভিযোগ আনেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) বিরুদ্ধে। তাঁর দাবি ছবির সেন্সর (censor) সার্টিফিকেটের জন্য ঘুষ নিয়েছে বোর্ডের সদস্য। তাঁর এই বিস্ফোরক অভিযোগের পরেই শুক্রবার এই ব্যাপারে মুখ খোলেন তথ্য সম্প্রচার মন্ত্রক( MIB)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁরা জানান যে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’।
আরও পড়ুন- Messi: অনিলাভর শর্ট ফিল্ম ‘মেসি’, জিতল সেরা অনুপ্রেরণামূলক ছবির পুরস্কার...
তামিল অভিনেতার অভিযোগ যে মুম্বইয়ে তিনি তাঁর ছবি মার্ক অ্যান্টনির হিন্দি ভার্সন সেন্সরের জন্য সিবিএফসির কাছে জমা দেন। কিন্তু সেন্সর সার্টিফিকেটের জন্য তাঁর থেকে সাড়ে ৬ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয় সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে। এই অভিযোগকে বেশ গুরুত্ব সহকারেই গ্রহণ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শুক্রবার এই বিষয়ে পূর্ণ তদন্তের কথা জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। সরকারের তরফে জানানো হয় যে এই তদন্তের জন্য এমআইবি উচ্চপদস্থ অফিসারকে নিয়োগ করা হবে মুম্বইয়ে। পুরো বিষয়টির তদন্ত চলবে তাঁরই নেতৃত্বে।
The issue of corruption in CBFC brought forth by actor @VishalKOfficial is extremely unfortunate.
The Government has zero tolerance for corruption and strictest action will be taken against anyone found involved. A senior officer from the Ministry of Information & Broadcasting…
— Ministry of Information and Broadcasting (@MIB_India) September 29, 2023
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয় যে, ‘অভিনেতা বিশাল যে দুর্নীতির প্রসঙ্গ সামনে এনেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার কোনও দুর্নীতি বিন্দুমাত্র সহ্য করবে না। যে বা যারা এই কাজে যুক্ত তাঁদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রকের উচ্চপদস্থ অফিসারকে মুম্বইয়ে নিযুক্ত করা হচ্ছে, আজই তিনি এই তদন্ত করবেন। সিবিএফসি সম্পর্কে যদি আর কারোর কোনও অভিযোগ থাকে, তাদের কাছে আমাদের অনুরোধ সবাই সরকারের সহযোগিতা করুন।’
আরও পড়ুন- Tanusree Chakraborty: নাসা থেকে ডিজনিল্যান্ড, কার সঙ্গে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন তনুশ্রী?
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলেই একটি ভিডিয়ো শেয়ার করেন তামিল অভিনেতা বিশাল। সেখানেই তিনি অভিযোগ করেন যে সিবিএফসি তাঁর ছবি মার্ক অ্যান্টনির হিন্দি ভার্সনটি দেখানো ও U/A সার্টিফিকেট দেওয়ার জন্য সাড়ে ৬ লক্ষ টাকা ঘুষ চেয়েছে। তিনি লেখেন যে, ‘পর্দায় দুর্নীতি দেখানো ঠিক আছে কিন্তু বাস্তব জীবনে নয়। হজম করতে পারি না। বিশেষ করে সরকারী অফিসে। এর চেয়ে খারাপ অভিজ্ঞতা সিবিএফসির মুম্বইয়ের অফিসে। আমার ছবি মার্ক অ্যান্টনির হিন্দি ভার্সনের জন্য দিতে হল ৬.৫ লক্ষ টাকা। ’
#Corruption being shown on silver screen is fine. But not in real life. Cant digest. Especially in govt offices. And even worse happening in #CBFC Mumbai office. Had to pay 6.5 lacs for my film #MarkAntonyHindi version. 2 transactions. 3 Lakhs for screening and 3.5 Lakhs for… pic.twitter.com/3pc2RzKF6l
— Vishal (@VishalKOfficial) September 28, 2023
তিনি আরও লেখেন, ‘দু দফায় টাকা পাঠাই। ৩ লক্ষ স্ক্রিনিংয়ের জন্য, সাড়ে ৩ লক্ষ সার্টিফিকেটের জন্য। আমার কেরিয়ারে কখনও এই অভিজ্ঞতার মুখে পড়িনি। মধ্যস্থতাকারীকে এই টাকা দেওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না কারণ আমাদের ছবি আজই রিলিজ হওয়ার কথা আর এই ছবির সঙ্গে অনেক কিছু জড়িয়ে। আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নজরে এই বিষয়টি তুলে ধরতে চাই। এটা আমার জন্য নয়, আগামীর প্রযোজকদের জন্য। এটা হওয়া উচিত নয়। আমার রক্ত জল করা টাকা চলে গেল দুর্নীতিতে। তবে আমি সব প্রমাণ রেখেছি। আশা করি সত্যিটা সামনে আসবে।’ বিশালের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অন্যতম পরিচালক ও প্রযোজক ফারহান আখতার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)