কমেডি ছবি নিয়ে সিলভার স্ক্রিনে ফিরছেন গোবিন্দা

Updated By: Oct 2, 2017, 04:21 PM IST
কমেডি ছবি নিয়ে সিলভার স্ক্রিনে ফিরছেন গোবিন্দা

ওয়েব ডেস্ক: বলিউডের কমেডির রাজা এবং দর্শকদের খুবই পছন্দের অভিনেতা গোবিন্দা। বেশ কয়েক বছর ধরেই তিনি রুপোলি পর্দা থেকে বেশ দূরে। কোনও কোনও ছবিতে বিশেষ কোনও দৃশ্যে দেখা গেলেও নিয়মিত তাঁকে ছবি করতে দেখা যায়নি অনেকদিন। তাঁর অভিনীত মুক্তি পাওয়া শেষ ছবি ‘আ গয়া হিরো’। সূত্রের খবর, আবার তিনি বলিউডে ফিরছেন। এবার কমেডি ছবি নিয়ে।

জানেন ৩ দিনে কত কোটি টাকার ব্যবসা করল বরুণ ধাওয়ানের ‘জুড়য়া টু’?

জানা গিয়েছে, পরিচালক অভিষেক ডোগরার নতুন ছবি ‘ফ্রাই ডে’-তে অভিনয় করবেন কমেডি কিং গোবিন্দা। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে ‘ফুকরে’ ফিল্মের অভিনেতা বরুণ শর্মাকেও। গোবিন্দার ভক্তদের জন্য এই সুখবরটা ফিল্ম সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন।

 

.