'মহাত্মা গান্ধীর আদর্শকে ছড়িয়ে দিন', শাহরুখ, আমির, কঙ্গনাদের বার্তা প্রধানমন্ত্রীর
শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রানাওয়াত, জ্যাকলিন ফার্নান্ডেজ, বনি কাপুর সহ বলিউডের তারকা ব্যক্তিত্বরা।
নিজস্ব প্রতিবেদন: মহাত্মা গান্ধীর আদর্শ সিনেমার মাধ্যমে ছড়িয়ে দিক ভারতীয় চলচ্চিত্র জগৎ-এর সঙ্গে যুক্তি কলাকুশলীরা। শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোক কল্যান মার্গে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজির ১৫০ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রানাওয়াত, জ্যাকলিন ফার্নান্ডেজ, বনি কাপুর সহ বলিউডের তারকা ব্যক্তিত্বরা।
এদিন প্রধানমন্ত্রী বলেন, '' সৃজনশীলতার ক্ষমতা অপরিসীম। জাতির চেতনাকে জাগ্রত করার জন্য সৃজনশীলতা অপরিহার্য। সিনেমা ও টেলিভিশন জগতের ব্যক্তিত্বরা মহাত্মা গান্ধীর আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।''
চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্তি উপস্থিত ব্যক্তিত্বদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,''আপনারা সকলেই অসাধারণ কাজ করছেন। আপনাদের কাজের বিশ্বব্যাপী প্রভাবে কথা হয়তবা আপনারা জানেন না। আমি আপনাদের সৃজনশীল কাজে সাহায্য করতে পারলে খুশি হব। ''
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শাহরুখ খান, আমির খান সহ উপস্থিত ব্যক্তিত্বরা। দেখুন কে কী বলছেন...
It was a wonderful interaction, says @aamir_khan.
A great way to involve everyone, says @iamsrk.
Two top film personalities talk about the meeting with PM @narendramodi.
Watch this one... pic.twitter.com/hzhJsKDqsG
— PMO India (@PMOIndia) October 19, 2019
The session was good and informal, says director Imtiaz Ali. He also highlights how this effort will add strength to popularising Gandhian thoughts. pic.twitter.com/B39UfOu0LE
— PMO India (@PMOIndia) October 19, 2019
PM @narendramodi understands the power of our industry, says @ektaravikapoor after interacting with the Prime Minister. pic.twitter.com/IrD6BYmP6H
— PMO India (@PMOIndia) October 19, 2019
It’s a remarkable day for us.
PM @narendramodi has given great respect to our industry.
Hear what Kangana Ranaut has to say... pic.twitter.com/Y0w6VvltV2
— PMO India (@PMOIndia) October 19, 2019
The mood is upbeat.
Let’s look beyond the box office and think of a larger purpose, says @basuanurag after meeting PM @narendramodi. pic.twitter.com/UOJ39Ek09w
— PMO India (@PMOIndia) October 19, 2019
Shri @BoneyKapoor feels that this Government has been sympathetic to issues of the film industry and has always tried to address issues raised by the industry. pic.twitter.com/l387NAj0tF
— PMO India (@PMOIndia) October 19, 2019
The Prime Minister was approachable and supportive of our efforts, says @Asli_Jacqueline.
Listen to what she has to say... pic.twitter.com/vKmNI1hGDs
— PMO India (@PMOIndia) October 19, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের উপর গান্ধীজির আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের বার্তা দিয়েছেন, তাঁর এই উদ্যোগে আমরা ভীষণ খুশি বলে জানিয়েছেন পরিচালক আনন্দ এল রাই। তবে এই প্রথম নয়, এর আগেও রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর সহ বলিউডের ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।