আজ পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন গজেন্দ্র
বিতর্ক থামেনি। তার মধ্যেই আজ পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে পারেন গজেন্দ্র চৌহ্বান। প্রতিবাদ ঠেকাতে বিক্ষোভরত সতেরোজন পড়ুয়াকে আগাম নোটিস দিল পুলিস। বিক্ষোভের রাস্তায় না যাওয়ার জন্য তাঁদের সতর্ক করা হয়েছে। পুণে FTII ক্যাম্পাসে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গত বছর জুনে গজেন্দ্রকে FTII এর চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। সেই নিয়োগের বিরোধিতায় টানা একশো উনচল্লিশ দিন আন্দোলন চালান পড়ুয়ারা। অভিনেতা ও বিজেপি নেতা গজেন্দ্র চেয়ারম্যান পদে বসলে তাঁরা আবার আন্দোলন তীব্র রবেন। জানিয়ে রেখেছিলেন ছাত্র সংগঠনের সভাপতি হরিশংকর নাচিমুথু। গজেন্দ্রর অভিষেকপর্ব নিষ্কণ্টক করতে আগেভাগেই সতর্ক পুলিস।
ওয়েব ডেস্ক: বিতর্ক থামেনি। তার মধ্যেই আজ পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে পারেন গজেন্দ্র চৌহ্বান। প্রতিবাদ ঠেকাতে বিক্ষোভরত সতেরোজন পড়ুয়াকে আগাম নোটিস দিল পুলিস। বিক্ষোভের রাস্তায় না যাওয়ার জন্য তাঁদের সতর্ক করা হয়েছে। পুণে FTII ক্যাম্পাসে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গত বছর জুনে গজেন্দ্রকে FTII এর চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। সেই নিয়োগের বিরোধিতায় টানা একশো উনচল্লিশ দিন আন্দোলন চালান পড়ুয়ারা। অভিনেতা ও বিজেপি নেতা গজেন্দ্র চেয়ারম্যান পদে বসলে তাঁরা আবার আন্দোলন তীব্র রবেন। জানিয়ে রেখেছিলেন ছাত্র সংগঠনের সভাপতি হরিশংকর নাচিমুথু। গজেন্দ্রর অভিষেকপর্ব নিষ্কণ্টক করতে আগেভাগেই সতর্ক পুলিস।