নিজস্ব প্রতিবেদন: বেশকিছুদিন আগেই আগামী ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য। এবছরের শেষেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি পার্সেল। এবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক পোস্টার।
ইন্দ্রাশিস আচার্যের এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবির ফার্স্ট লুক পোস্টারে ধরা পড়েছেন ঋতুপর্ণা। যেখানে তাঁর চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট।
আরও পড়ুন-বেঙ্গালুরুতে ক্যাব চালকের হাতে খুন কলকাতার মডেল
ইন্দ্রাশিস আচার্যের এই ছবিতে ঋতুপর্ণা ও শাশ্বত চট্টোপাধ্য়ায় ছাড়াও দেখা যাবে শীলা মজুমদার, দামিনী বসু, অম্বরীশ ভট্টাচার্যের মতো অভিনেতা অভিনেত্রীকে। প্রসঙ্গত, এর আগে ইন্দ্রাশিস আচার্যের ছবি 'পিউপা' সিনেমাপ্রেমীদের মন কেড়েছিল। তাই পরিচালকের এই নতুন ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের নতুন কিছু পাওয়ার আশা তৈরি হয়েছে। ইন্দ্রাশিস আচার্যের এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার। সম্পাদনার দায়িত্বে মলয় লাহা, সিনেমাটোগ্রাফির দায়িত্বে শান্তনু দে এবং আর্ট ডিরেকশনের দায়িত্বে রয়েছেন তপন শেঠ।
আরও পড়ুন-কীভাবে প্রসেনজিৎ থেকে নেতাজি হয়ে উঠেছিলেন, দেখুন এই বিশেষ ভিডিয়ো...
'পার্সেল' বন্দি ঋতুপর্ণা!