ডব্লিউ ডব্লিউ ই-তে প্রথম ভারতীয় মহিলা কবিতা দালাল
সংবাদ সংস্থা: ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট-এ (ডব্লিউ ডব্লিউ ই) প্রথম ভারতীয় কুস্তিগীর হিসাবে দেখা যাবে কবিতা দেবীকে। ডব্লিউ ডব্লিউ ই-র মেইয়ং ক্লাসিক প্রতিযোগীতায় তিনি অংশগ্রহণ করবেন। ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কুস্তিগীর জিন্দের মহল দিল্লিতে এসে এই সুখবরটি জানালেন।
আরও পড়ুন- পদ্মাবতী ও খিলজির মধ্যে সম্পর্ক দেখানো হলে সহ্য করা হবে না, বনশালীকে হুমকি
কে এই কবিতা দেবী? হরিয়ানায় বেড়ে ওঠা বছর একত্রিশের কবিতা দালাল গত বছর সাউথ এশীয় গেমসের ৭৫ কেজি বিভাগে সোনা জেতেন। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। স্বপ্ন দেখেন ‘দ্য গ্রেট খালি’ হওয়ার। এর জন্য দিলীপ সিং রানা (খালি)-র তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিতে শুরু করেন কবিতা। আশা করা যাচ্ছে, আগামী জানুয়ারি থেকেই ওরলান্দোয় ডব্লিউ ডব্লিউ ই পারফরম্যান্স সেন্টারে ট্রেনিং শুরু করে করবেন কবিতা। তিনি বলেন, “ডব্লিউ ডব্লিউ ই-তে প্রথম ভারতীয় মহিলা হিসাবে লড়ার সুযোগ পাওয়ায় আমি সম্মানিত। মে ইয়ং ক্লাসিকে বিশ্ব বিখ্যাত প্রতিযোগীদের সঙ্গে লড়াই করাটাই হবে আদর্শ শিক্ষা। ডব্লিউ ডব্লিউ ই-র প্রথম ভারতীয় মহিলা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে আছি।”
আরও পড়ুন- বক্স অফিসে নতুন মাইলস্টোন তৈরি করল বরুণ ধাওয়ানের ‘জুড়য়া টু’