করোনা সতর্কতা, বাতিল সমস্ত টিভি ধারাবাহিক ও সিনেমার শ্যুটিং
সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদন : করোনা নিয়ে কড়া সতর্কতা। আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা ও টিভি ধারাবাহিকের শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নিল মুম্বইয়ের ফিল্ম এবং টেলিভিশন সংগঠন। সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ANI সূত্রে খবর, ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসর অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর তরফে শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারই এই সংগঠনগুলির তরফে একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত সমস্তরকম শ্য়ুটিং বাতিল করা হয়েছে।
আরও পড়ুন-Zee Cine Awards 2020: করোনা আতঙ্কে দর্শক শূন্য গ্যালারি, মঞ্চে উঠলেন তারকারা
Film bodies,including Indian Motion Pictures Producers' Association,Federation of Western India Cine Employees and Indian Film&Television Directors' Association,in a meeting today decided to halt shooting of entertainment products from 19 March to 31 March,in view of #CoronaVirus
— ANI (@ANI) March 15, 2020
তবে আদৌ ৩১ মার্চ-এর পর সমস্ত সিনেমা ও ধারাবাহিকগুলির শ্যুটিং আবারও শুরু হবে কিনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে যে ধারাবাহিকগুলির আগাম শ্যুটিং হয়ে থাকবে বা রয়েছে সেগুলিরই আগামী পর্ব দেখতে পাবেন দর্শকরা। অথবা পুরনো পর্বগুলিরই পুনঃসম্প্রচার হবে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কলকাতায় বাংলা ধারাবাহিক ও সিনেমাগুলির শ্যুটিং বাতিলের কোনও খবর মেলেনি।
আরও পড়ুন-আলিয়ার সঙ্গেই ৪৩-এর জন্মদিনের কেক কাটলেন তাঁর 'বাবা'