রাগে, ক্ষোভে সলমন, করণের কুশপুতুল পোড়াচ্ছেন সুশান্তের ভক্তরা
কেআরকে ট্যুইট করেন ৬ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর এবং সলমন খানের বিরুদ্ধে বিষোদগার করছেন নেটিজেনদের একাংশ। সুশান্তের মৃত্যুর জন্য করণ, সলমনদের দায়ি করে তাঁদের কুশপুতুল পোড়ান প্রয়াত অভিনেতার ভক্তরা।
আরও পড়ুন : সুশান্তের সঙ্গে চলে গিয়েছে তাঁর হৃদয়ের একটি অংশ, কাঁদলেন কৃতি
রিপোর্টে প্রকাশ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর ভক্তরা সলমন খান এবং করণ জোহরের কুশপুতুল পোড়াতে শুরু করেন পাটনায়। সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের এই বড় তারকাদের স্বজনপোষণকেই দায়ে করছেন অনেকে। সেই রাগ এবং ক্ষোভেই করণ জোহর এবং সলমন খানের কুশপুতুল পোড়ানো হয় পাটনায়।
It’s the truth that Only 6 companies control entire Bollywood and they can finish anyone’s career if they don’t like him/her!
1) Dharma (Karan Johar)
2) YRF ( Aditya Chopra)
3) TSeries (Bhushan)
4) Balaji ( Ekta Kapoor)
5) Nadiadwala (Sajid)
6) Salman khan films!— KRK (@kamaalrkhan) June 16, 2020
You are 101% wrong if you say that I have made this video about #SushanthSinghRajput to earn. #YouTube is running it without any advertisement! https://t.co/DiZt0ilqla
— KRK (@kamaalrkhan) June 16, 2020
এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস, টি সিরিজ, একতা কাপুরের বালাজি, সলমন খান প্রোডাকশন এবং নাদিয়াদওলা প্রয়োজনা সংস্থার দিকে আঙুল তোলেন কমল আর খান। সুশান্তের মৃত্যুর পর কেআরকে একটি ট্যুইট করেন। সেখান তিনি অভিযোগ করেন, বলিউডের এই ৬টি প্রযোজনা সংস্থার হাতে গোটা বলিউড। এই ৬টি সংস্থা যদি কাউকে পছন্দ না করে, তাহলে খুব সহজে যে কোনও কারও কেরিয়ার ধ্বংস করে দিতে পারে বলেও মন্তব্য করেন কমল আর খান।