বিজেপি-শিবসেনা টানাপোড়েন, অনিল কাপুরই হোক মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী, দাবি ভক্তদের
নায়ক-এর অভিনয়ই তাঁর কাছে ঠিক, পালটা বলেন অনিল কাপুর
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে যতক্ষণ না পর্যন্ত বিজেপি এবং শিবসেনার আসন নিয়ে রফা হচ্ছে, ততক্ষণ মুখ্যমন্ত্রী পদে বসানো হোক অনিল কাপুরকে। মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা টানাপোড়েন নিয়ে এবার এমনই মন্তব্য করলেন অনিল কাপুরের ভক্তরা।
আরও পড়ুন : গাড়ি থামিয়ে পথশিশুকে খাবার খাওয়ালেন জাহ্নবী, ভাইরাল ভিডিয়ো
তাঁদের দাবি, মহারাষ্ট্র নিয়ে যতক্ষণ না পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়, ততক্ষণ পর্যন্ত অনিল কাপুরকে মুখ্যমন্ত্রী করা হোক। রূপোলি পর্দায় একদিনের মুখ্যমন্ত্রী হয়ে অনিল কাপুর যেভাবে সবাইকে মুগ্ধ করেছেন, তাতে তাঁকেই মুখ্যমন্ত্রী করা হোক বলে দাবি করেন অনেকে। অনিক কাপুরকে অস্থায়ী মুখ্যমন্ত্রী করার বিষয়ে দেবেন্দ্র ফডণবীস এবং আদিত্য ঠাকরে কী বলছেন বলেও প্রশন তোলেন নেটিজেনরা।
मैं nayak ही टीक हूँ @vijaymau https://t.co/zs7OPYEvCP
— Anil Kapoor (@AnilKapoor) October 31, 2019
আরও পড়ুন : শাহরুখই 'হিরো', ঐশ্বর্যর বাড়ির ঘটনা নিয়ে মুখ খুললেন সলমন
ভক্তদের ওই দাবির প্রেক্ষিতে মুখ খোলেন অনিল কাপুর নিজে। বলিউড অভিনেতা বলেন, তিনি পর্দার মুখ্যমন্ত্রী হিসেবেই ঠিক। 'নায়ক'-এর প্রসঙ্গ টেনেই ভক্তদের জবাব দেন অনিল কাপুর।
প্রসঙ্গত, অনিল কাপুরের 'নায়ক'-এ একদিনের জন্য পর্দার মুখ্যমন্ত্রী হন বলিউড অভিনেতা। ওই সিনেমায় অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অমরিশ পুরী, রানি মুখোপাধ্যায়-রা।
এদিকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর বেকায়দায় বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শিবসেনার সমর্থন নিয়েই বিজেপিকে সরকার গঠন করেত হবে। কিন্তু উদ্ধব ঠাকরের দল মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বেঁকে বসেছে। তাদের দাবি, শিবসেনা থেকে কাউকে একজনকে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে। সেনার ওই দাবির জেরেই মহারাষ্ট্রে আপাতত বিপাকে বিজেপি।