একতা কাপুরের ছেলের জন্মদিনে তৈরি করা হল ছোটখাটো ডিজনিল্যান্ড

 রবির ১ বছরের জন্মদিন (Birthday) সেলিব্রেট করলেন Balaji Telefilms-এর কর্ণধার একতা (Ekta Kapoor)। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 27, 2020, 01:59 PM IST
একতা কাপুরের ছেলের জন্মদিনে তৈরি করা হল ছোটখাটো ডিজনিল্যান্ড

নিজস্ব প্রতিবেদন: ২০১৯-এর ২৭ জানুয়ারি, সারোগেসি মাধ্যমে পুত্র সন্তানের মা হন একতা কাপুর। ৩১ জানুয়ারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে মা হওয়ার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান একতা। ২৭ জানুয়ারি সোমবার ছেলে রবির ১ বছরের জন্মদিন (Birthday) সেলিব্রেট করলেন Balaji Telefilms-এর কর্ণধার একতা (Ekta Kapoor)। 

সোমবার ছেলের এক বছরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্টে একতা লেখেন, ''ঈশ্বরের আশীর্বাদে আমি আমার জীবনে অনেক সাফল্য দেখেছি। মাতৃত্বের আনন্দের মতো অনুভূতি, কোনও সাফল্যকেই টপকাতে পারে না। আমি বলে বোঝাতে পারব না একটা সন্তানের জন্ম কতটা আনন্দ দিতে পারে। সবসময় সবকিছু সেভাবে হয়, যেমনটা ঠিক চাওয়া হয়। তবে সেই সমস্ত সমস্যারই কিছু না কিছু সমাধান রয়েছে। তবে মা হওয়াটা সবসময় আমার কাছে আশীর্বাদের। এটা আমার কাছে এবং আমার পরিবারের কাছে ভীষণই আবেগঘন একটা মুহূর্ত। রবি কাপুরের মা হওয়ার পর আমার এই যাত্রাপথ যেন একগুচ্ছ ভালোলাগা।''

সোমবার, ২৭ জানুয়ারি ছেলে রবি কাপুরের জন্মদিন সেলিব্রেশনে আমন্ত্রিত ছিলেন সমস্ত বি-টাউনের বেশ ক্ষুদে তারকা সন্তানরা। তুষার কাপুর, জেনেলিয়া ও রীতেশ, সুরভিন চাওলা, সাব্বির আলুওয়ালিয়া, আয়ুষ শর্মা সহ অনেক তারকাকেই তাঁদের সন্তামদের নিয়ে একতার ছেলের জন্মদিনের সেলিব্রেশনে হাজির হতে দেখা যায়।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

এদিন একতা কাপুরের ছেলের জন্মদিন উপলক্ষে তৈরি করা হয়েছিল ছোটখাটো ডিজনিল্যান্ড।

যাতে সমস্ত শিশুরাই অনুষ্ঠানে এসে আনন্দ পায়, ছোটদের জন্য বিভিন্ন খেলার আয়োজনও ছিল সেখানে।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তবে অবশ্য একতার ছেলের জন্মদিনে দেখ গেল না ছোট্ট তৈমুরকে।

 

 

 

.