গ্র্যামিতে নেকলাইন পোশাকে প্রিয়াঙ্কা, সমালোচনা, কটাক্ষের মুখে অভিনেত্রী

যদিও কোনও মন্তব্য করেননি প্রিয়াঙ্কা চোপড়া

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 27, 2020, 12:09 PM IST
গ্র্যামিতে নেকলাইন পোশাকে প্রিয়াঙ্কা, সমালোচনা, কটাক্ষের মুখে অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন: সাদা রঙের নেকলাইন পোশাক পরে গ্র্যামির অনুষ্ঠানে হাজির হন (Priyanka Chopra) প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের হাত ধরেই গ্র্যামির মঞ্চে হাজির হন ভারতীয় অভিনেত্রী। গ্র্যামির আউটিংয়ে সবুজ রঙের নেকলাইন পোশাক পরে হাজির হন জেনিফার লোপেজ। জেনিফারের রাস্তা ধরেই এবার (GRAMMY 2020) গ্র্যামির মূল অনুষ্ঠানে নজর কাড়েন পিগি। প্রিয়াঙ্কার পোশাক নিয়ে যখন জোর আলোচনা শুরু হয়েছে তাঁর ভক্তদের মধ্যে, সেই সময় বেশ কয়েকজন জোর সমালোচনাও শুরু করেছেন ভারতীয় অভিনেত্রীকে নিয়ে।

আরও পড়ুন :  উঁকি দিচ্ছে শরীর, গ্র্যামির মঞ্চে 'বোল্ড' প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল ছবি
প্রিয়াঙ্কার সাদা রঙের পোশাক নিয়ে ভক্তদের একাংশ ট্রোল করতে শুরু করেছেন। পিগির পোশাক দেখে কেউ তাঁকে গালিগালাজ করতে শুরু করেছেন। আবার কেউ কেউ বলতে শুরু করেছেন, ভয়ঙ্কর পোশাক পরেছেন পিগি। আবার কেউ বলতে শুরু করেছেন, ডিজাইনার কীভেবে প্রিয়াঙ্কার ওই পোশাক তৈরি করেছেন, তা বোঝা যাচ্ছে না। কেউ কেউ আবার ওই পোশাক দেখে, কুতসিত বলেও মন্তব্য করতে শুরু করেছেন। যদিও হাজার সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা মুখ খুলতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুন : ​গ্র্যামির মঞ্চে নিকরা, নীচে বসে উচ্ছ্বাসে ফেটে পড়লেন প্রিয়াঙ্কা, দেখুন ভিডিয়ো
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। কখনও প্রধানমন্ত্রী (Narendra Modi) নরেন্দ্র মোদীর সামনে কেন হাঁটুর উপরে ওঠানো পোশাক পরেছেন প্রিয়াঙ্কা, তা নিয়ে জোর কটাক্ষ করা হয়। আবার কখনও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় কেন মুখে কুলুপ এঁটে রয়েছেন পিগি, তা নিয়েও তোলা হয় প্রশ্ন। তবে সমালোচনার মাঝে সব সময় নিজেকে সংযত রেখেই ক্যামেরার সামনে হাজির হন পিগি চপস।

 

.