মাদক চক্রের সঙ্গে যোগ? NCB-কে উত্তর দিলেন Karan Johar
করণের আইনজীবী হাজির হন এনসিবির অফিসে
নিজস্ব প্রতিবেদন : মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নোটিসের উত্তর দিলেন করণ জোহর (Karan Johar)। পরিচালকের আইনজীবী এনসিবির নোটিসের উত্তর দেন। করণ জোহরের আইনজীবী এবং বাড়ির এক কর্মী এনসিবির অফিসে পৌঁছে পরিচালকের উত্তর সাজিয়ে দেন। করণ কবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজির হবেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।
২০১৮ সালে করণ জোহরের বাড়ির হাউস পার্টিতে হাজির হন বলিউডের একঝাঁক তারকা। দীপিকা পাড়ুকোন থেকে রণবীর কাপুর, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুররা হাজির হন করণের বাড়িতে। করণের বাড়ির হাউস পার্টির ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে কানাঘোঁষো শুরু হয়ে যায়। করণের বাড়িতে মাদক পার্টির আয়োজন করা হয় বলে দাবি করেন শিরোমণি অকালি দলের নেতা মজিন্দ্র সিং শীর্ষা।
আরও পড়ুন : Bollywood : Saif-এর সঙ্গে প্রথম পরিচয়ের পর কী হয়! মুখ খুললেন Kareena
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের একাংশের সঙ্গে মাদক যোগ নিয়ে জোর শোরগোল শুরু হয়। ওই সময় মজিন্দ্র সিং শীর্ষা ফের এনসিবির অফিসে হাজির হয়ে করণের বাড়িতে মাদক পার্টি চলছিল বলে অভিযোগ করেন। মজিন্দ্র সিং শীর্ষার অভিযোগের ভিত্তিতে, করণ ২০১৮-র পার্টি নিয়ে ফের তোলপাড় শুরু হয়ে যায়। এবার করণের বাড়িতে হাউস পার্টিতে তারকারা মাদকের নেশা করেছিলেন না মাদক চক্রের সঙ্গে করণের যোগ রয়েছে, সেই অভিযোগ খতিয়ে দেখতেই পরিচালককে নোটিস পাঠানো হয়।
আরও পড়ুন : Neha Kakkar অন্তঃসত্ত্বা, খবর প্রকাশ্যে আসতেই বিমানবন্দরে রোহনের সঙ্গে হাজির গায়িকা, দেখুন
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নোটিস পেয়ে করণ জোহর নিজে হাজির না হলেও, এবার তাঁর আইনজীবী মক্কেলের হয়ে সমস্ত উত্তর সাজিয়ে সেই ফাইল নিয়ে হাজির হন মুম্বইয়ে এনসিবির দফতরে। যদিও এনসিবির নোটিস পাওয়ার পরও এ বিষয়ে করণকে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
মাদক সংক্রান্ত নোটিসের প্রেক্ষিতে করণের জবাবের প্রতিলিপি হাতে পেয়ে এ বিষয়ে মুখ খোলেন এনসিবির জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ে। তিনি বলেন, করণের আইনজীবী সমস্ত কাগজপত্র তাঁদের জমা দিয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এনসিবি অফিসার।