দিশার পিঠে কীসের দাগ! জল্পনা বলিউড অভিনেত্রীকে নিয়ে

কোনও মন্তব্য করেননি দিশা পাটানি

Edited By: জয়িতা বসু | Updated By: Mar 24, 2020, 01:09 PM IST
দিশার পিঠে কীসের দাগ! জল্পনা বলিউড অভিনেত্রীকে নিয়ে

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের আতঙ্কে বর্তমানে ঘরের ভিতর বন্দি রয়েছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকে। করোনা আতঙ্কে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন বি টাউনের তাবড় সেলিব্রিটিরা। সেই তালিকা থেকে বাদ পড়েননি দিশা পাটানিও।

আরও পড়ুন : হাসপাতালে সররকমের সুবিধা, তাও বেগড়বাই করছেন কণিকা! অভিযোগ চিকিতসকের
কোয়ারেন্টাইন থেকে বর্তমানে বন্ধু টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে সময় কাটাচ্ছেন দিশা। সেলেবরা যখন ঘর বন্দি, সেই সময় ভাইরাল হল বলিউড অভিনেত্রীর একটি পুরনো ভিডিয়ো। যেখানে দেখা যায়, একটি অনুষ্ঠানের উদ্বোধনে হাজির হয়েছেন দিশা পাটানি। একটি বডি হাগিং পোশাকে হাজির হয়েছেন তিনি। কিন্তু তার মধ্যেই দিশার পিঠে দেখা গেল এক ধরনের স্পষ্ট দাগ। কীসের জন্য দিশার পিঠে ওই ধরনের দাগ দেখা যাচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন : ইতালিতে সইফ-করিনা, উদ্বেগে ভক্তরা!
তবে দিশা কাপ থেরাপি নিয়েছেন বলেই তাঁর পিঠে ওই ধরনের দাগ চোখে পড়ছে বলেই মনে করা হচ্ছে।

.