ব্যোমকেশে দিবাকর তিরিশে তিরিশ, সঙ্গে যশরাজ
খোসলা কা ঘোসলা, শাংহাই, বম্বে টকিজের মত ছবি করে বলিউডে ভিত গড়লেও স্বপ্নপূরণ হচ্ছিল না পরিচালক দিবাকর ব্যানার্জির। স্বপ্নপূরণ করতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের ৩০টা গল্পোই কিনে নিয়েছেন ব্যোমকেশ। এখন বাংলা ছাড়া অন্য ভাষায় ব্যোমকেশ তৈরির একমাত্র অধিকারী তিনিই।
খোসলা কা ঘোসলা, শাংহাই, বম্বে টকিজের মত ছবি করে বলিউডে ভিত গড়লেও স্বপ্নপূরণ হচ্ছিল না পরিচালক দিবাকর ব্যানার্জির। স্বপ্নপূরণ করতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের ৩০টা গল্পোই কিনে নিয়েছেন ব্যোমকেশ। এখন বাংলা ছাড়া অন্য ভাষায় ব্যোমকেশ তৈরির একমাত্র অধিকারী তিনিই।
তবে কি ৩০টি ব্যোমকেশ কাহিনি নিয়েই ছবি করবেন দিবাকর? এখনই সেরকম নেই দিবাকরের। জানালেন, আমি চাই না আমি যখন ব্যোমকেশ কাহিনি নিয়ে ছবি করব সেই সময় অন্য কেউ একই সঙ্গে হিন্দিতে ব্যোমকেশ নিয়ে কাজ করুন। তাতে মানুষের চোখে ব্যোমকেশের ইমেজ নষ্ট হবে। ব্যোমকেশ আমার বহুদিনের স্বপ্ন। যশরাজ ফিল্মসের সঙ্গে নিজেও ব্যোমকেশ প্রযোজনা করবেন দিবাকর।
দিবাকরের ছবিতে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করছেন কাই পো চে দিয়ে বলিউডে পা রাখা সুশান্ত সিং রাজপুত। ছবি পরিচালনার সঙ্গেই ব্যোমকেশের গল্পগিলিতে গ্রাফিক নভেলের আকারেও প্রকাশ করতে চান দিবাকর। আগামী বছর ডিসেম্বরে মুক্তি পাবে ডিসেম্বর।