অসহিষ্ণুতার প্রতিবাদে জাতীয় পুরস্কার ফেরালেন দিবাকর ব্যানার্জি সহ ১০ বিশিষ্ট পরিচালক
মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে দিল দেশের চলচ্চিত্র জগতের একাংশ। অসহিষ্ণুতার প্রতিবাদে শিল্পীসমাজের পুরস্কার প্রত্যাখানের তালিকায় এবার যোগ হলেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
অসহিষ্ণুতার প্রতিবাদ। সাহিত্যিকদের পর এবার সরব চলচ্চিত্র পরিচালকরাও। কালবুর্গি হত্যা, দাদরি, কেরল হাউসে পুলিসের অতিসক্রিয়তা। একের পর এক ঘটনার প্রতিবাদে দেশের দশ বিশিষ্ট চলচিত্র পরিচালক ফিরিয়ে দিলেন জাতীয় পুরস্কার। রাজনৈতিক মহলের ধারনা এই ঘটনা নিঃসন্দেহে চাপ বাড়াবে মোদী সরকারের।
অসহিষ্ণুতা ইস্যুতে আরও চাপ বাড়ল কেন্দ্রের। সাহিত্যিকদের পর এবার প্রতিবাদে সরব চলচ্চিত্রকাররাও। কালবুর্গি হত্যা, এফটিআই সহ দেশজুড়ে ঘটে সাম্প্রতিক নানা ঘটনার প্রতিবাদে চিত্র পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় সহ দশ চিত্র পরিচালক এবার ফিরিয়ে দিলেন জাতীয় পুরস্কার ।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চলচ্চিত্র পরিচালক আনন্দ পাটওয়ারধন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ক্রমশই অসহিষ্ণু হয়ে উঠছে, বলে অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপরেও জোর দেন অন্য পরিচালকরাও।
অসহিষ্ণুতার প্রতিবাদে এরআগে ছয় জন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। সাহিত্য অ্যাকাডেমির তরফেও কালবুর্গি হত্যার কড়া নিন্দা করা হয়। মঙ্গলবারই দিল্লির কেরল হাউসে গোমাংস নিয়ে পুলিসি তত্পরতার প্রতিবাদে সরব হয় গোটা দেশ। ঠিক তখনই চলচ্চিত্রকারদের ফের প্রতিবাদ ও পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনা মোদী সরকারের ওপর চাপ বাড়াবে বলেই ধারনা রাজনৈতিক মহলের।