১০০ বছরের ভারতীয় সিনেমা দেখুন ২০০ সেকেন্ডে, স্যান্ড আর্টের মাধ্যমে (ভিডিয়ো সহ)

১০০ বছরের ভারতীয় সিনেমার ইতিহাসটা দীর্ঘ আর গর্বের। ১৯১৩ সালে নির্বাক সিনেমা রাজা হরিশচন্দ্র দিয়ে শুরু, তারপর একে একে নানা মহান, চিরস্মরণীয় সিনেমা। কিন্তু কেমন হয় যদি ১০০ বছরের এই সিনেমার ইতিহাস দেখে ফেলা যায় মাত্র ২০০ মিনিটেই। তাও আবার স্যান্ড আর্টের মাধ্যমে।

Updated By: Oct 28, 2015, 03:40 PM IST
১০০ বছরের ভারতীয় সিনেমা দেখুন ২০০ সেকেন্ডে, স্যান্ড আর্টের মাধ্যমে (ভিডিয়ো সহ)

ওয়েব ডেস্ক: ১০০ বছরের ভারতীয় সিনেমার ইতিহাসটা দীর্ঘ আর গর্বের। ১৯১৩ সালে নির্বাক সিনেমা রাজা হরিশচন্দ্র দিয়ে শুরু, তারপর একে একে নানা মহান, চিরস্মরণীয় সিনেমা। কিন্তু কেমন হয় যদি ১০০ বছরের এই সিনেমার ইতিহাস দেখে ফেলা যায় মাত্র ২০০ মিনিটেই। তাও আবার স্যান্ড আর্টের মাধ্যমে।

এমনই এক ভিডিও প্রকাশ করলেন রাহুল আরিয়া নামের এক ব্যক্তি। রাজা হরিশচন্দ্র থেকে বজরঙ্গি ভাইজান, শোলে থেকে দিলওয়ালে দুলহানিয়া হাম লে জায়েঙ্গে। আনন্দ থেকে মু্ন্নাভাই। ভারতীয় সিনেমার একের পর এক কালজয়ী সিনেমাকে তুলে ধরা হয়েছে ২০০ সেকেন্ডে।

দেখুন সেই ভিডিয়ো 

 

.