কোথায় কীভাবে সম্পন্ন হবে শ্রীদেবীর শেষকৃত্য, দেখে নিন

অনিল আম্বানির বিশেষ বিমানে করে ফিরছে শ্রীদেবীর মরদেহ। বুধবার অর্থাত ২৮ ফেব্রুয়ারি মুম্বইতেই সম্পন্ন শ্রীদেবীর শেষকৃত্য। মঙ্গলবার শ্রীদেবীর মরদেহ দেশে ফিরলে, মুম্বইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে তা শায়িত রাখা হবে। সেখানেই শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

Updated By: Feb 27, 2018, 07:53 PM IST
কোথায় কীভাবে সম্পন্ন হবে শ্রীদেবীর শেষকৃত্য, দেখে নিন

নিজস্ব প্রতিবেদন : অনিল আম্বানির বিশেষ বিমানে করে ফিরছে শ্রীদেবীর মরদেহ। বুধবার অর্থাত ২৮ ফেব্রুয়ারি মুম্বইতেই সম্পন্ন শ্রীদেবীর শেষকৃত্য। মঙ্গলবার শ্রীদেবীর মরদেহ দেশে ফিরলে, মুম্বইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে তা শায়িত রাখা হবে। সেখানেই শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন : শোকে পাথর শ্রীদেবীর গ্রাম, বাড়ির সামনেই অভিনেত্রীকে শ্রদ্ধা

মুম্বইয়ের পশ্চিম অন্ধেরির লোখন্ডওয়ালাতেও রাখা হবে শ্রী-এর মৃতদেহ। সেখানে সাংবাদিকরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তবে ক্যামেরা, মোবাইল, রেকর্ডার সব বাইরে রেখেই সেখানে প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : মৃত্যুর আগে অনিল কাপুরের সঙ্গে শ্রীদেবীর নাচ, ভাইরাল ভিডিও

দুপুর দু’টো নাগাদ শ্রীদেবীর মরদেহ নিয়ে রওনা দেওয়া হবে ভিলে পারলের দিকে ।

দুপুর সাড়ে তিনটে থেকে ভিলে পারলের শ্মশানে শ্রীদেবীর শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে। তবে সদর দরজার বাইরেই অপেক্ষা করতে হবে সংবাদমাধ্যমকে। ক্যামেরার ফ্ল্যাশের বাইরেই সম্পন্ন হবে শ্রীদেবীর শেষ যাত্রার কাজ।     

.